শেষ আপডেট: 22nd September 2024 20:27
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: আরজি কর ঘটনার প্রতিবাদ জানিয়ে হুগলি উত্তরপাড়া কোন্নগরের কয়েকটি পুজো কমিটি দুর্গা পুজোর সরকারি অনুদান ফিরিয়েছে। তবে যাঁরা অনুদান ফেরাননি সেই পুজো কমিটিগুলোকে রবিবার চেক বিলি কল দিল চন্দননগর পুলিশ। সেই সঙ্গে দুর্গা পুজোয় মহিলা নিরাপত্তায় অপরাজিতা টাস্ক ফোর্স, পিঙ্ক মোবাইলে পুলিশ রাখার ঘোষণা করলে তাঁরা।
রিষড়া, শ্রীরামপুর ও বৈদ্যবাটিপুর এলাকার ৩৮০ টি পুজো কমিটির হাতে সরকারি অনুদান ৮৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। রিষড়া রবীন্দ্রভবনে এক অনুষ্ঠানে চন্দনগর পুলিশ প্রশাসন ও পুরসভার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।রিষড়া থেকে বৈদ্যবাটি পর্যন্ত পুজোর গাইড ম্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সেখানে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালভি, ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস,বিধায়ক অরিন্দম গুঁইন। শ্রীরামপুর রিষড়া ও বৈদ্যবাটি পুরসভার পুরপ্রধান ও কাউন্সিলররা।
পুলিশ কমিশনার অমিত পি জাভালভি জানিয়েছেন, পুজোর সময় মহিলাদের সুরক্ষার্থে অপরাজিতা টাস্ক ফোর্স কাজ করবে। শ্রীরামপুর ও চুঁচুড়ায় দুর্গা পুজোয় খুব ভিড় হয়। শুধু মাত্র নারী নিরাপত্তায় সেখানে মোতায়েন থাকবে পিঙ্ক মোবাইল পুলিশ ফোর্স। চুরি ছিনতাই ঠেকাতে সাদা পোশাকে পুলিশ থাকবে।পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ ও সিসি ক্যামেরার নজরদারি ব্যবস্থা থাকবে।
চাঁপদানী বিধায়ক অরিন্দম গুঁইন জানিয়েছেন, "যারা অনুদান নিচ্ছে না, সেটা তাদের ব্যাপার। যারা অনুদান পায় না, তাঁরা আগামী দিন আবেদন করতে পারবেন।"