শেষ আপডেট: 9th January 2025 18:26
দ্য ওয়াল ব্য়ুরো, হুগলি: পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এবার চন্দননগর পুলিশের জালে তিন অভিযুক্ত। গ্রেফতার করা হল একজন অস্থায়ী ট্রাফিক হোমগার্ডকে। ধৃতদের নাম মহম্মদ ইমরান, মোহন সাউ ও বিশ্বজিৎ ঘোষ। ইমরানের বাড়ি চাঁপদানি। মোহন সাউয়ের বাড়ি বৈদ্যবাটি। বিশ্বজিৎ তারকেশ্বরের বাসিন্দা।
দক্ষিণ ২৪ পরগনার নামখানার মৌসুনি দ্বীপ থেকে পাকড়াও করা হয় মোহন সাউকে। বিশ্বজিৎ ঘোষকে তার তারকেশ্বরের বাড়ি থেকেই গ্রেফতার করে পুলিশ। মহম্মদ ইমরান ধরা পড়ে চাঁপদানি থেকে।
চন্দননগর পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা নকল নথি জমা দিয়ে পাসপোর্ট তৈরি করে দিত। কিন্তু শেষরক্ষা হল না। একই আধার নম্বর দিয়ে বারবার পাসপোর্টের জন্য আবেদন করা হচ্ছিল। সন্দেহ হওয়ায় ভদ্রেশ্বর থানার পুলিশ তদন্তে নামে। সুয়োমটো কেস করে ভদ্রেশ্বর থানার পুলিশ। তারপরেই গ্রেফতার করা হয় তিনজনকে। এদিন ধৃত তিনজনকে চন্দননগর আদালতে পেশ করা হয়।
আদালত ধৃত তিনজনকে দশদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়। এই চক্রে আরও অনেকে জড়িত থাকতে পারে বলে সন্দেহ পুলিশের। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদেরই খোঁজ শুরু করতে চায় পুলিশ।