শেষ আপডেট: 7th November 2024 19:43
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ষষ্ঠীর সন্ধেতেই জমজমাট চন্দননগর। সকাল থেকেই রাস্তায় বেরিয়েছিলেন দর্শনার্থীরা। সূর্য ডুবতেই দর্শনার্থীর সংখ্যা বাড়ছে। হইহই করে সবাই বেরিয়ে পড়েছেন প্রতিমা দর্শনে।
চন্দননগরের বাগবাজার, বড়বাজার, দৈবকপাড়া, মনসাতলা, উর্দিবাজার, বেশোহাটা এবার মণ্ডপ সজ্জায় নজর কেড়েছে।তেমনি বাহারি আলো। মুখে মুখে ছড়িয়েছে এই খবর। তাই ষষ্ঠীর সন্ধেতেই উপচে পড়া ভিড় মণ্ডপগুলির সামনে।
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বিশেষত্বই হল প্রতিমার উচ্চতা। তার সঙ্গে মিশেছে থিমের জমক। চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির নিয়ন্ত্রণে ১৭৭ টি পুজো হয়। এছাড়াও ছোটো বড় আরও অনেক পুজো হয়। পাঁচ দিন এই পুজোকে ঘিরে মেতে ওঠে শহর চন্দননগর। আজ ষষ্ঠী থেকেই সেই পুজোকে ঘিরে জমে উঠেছে আলোর শহর।
শহরের মানুষজনতো আছেই, বাইরের থেকেও এ সময় বহু মানুষ আসেন চন্দননগরে। আলোর রোশনাইয়ে চেনা শহরটা নিমেষে বদলে যায়। চেনা শহরই তখন যেন অচেনা।