হুগলিতে বাস ধর্মঘট
শেষ আপডেট: 30th July 2024 19:25
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বাস ট্রেকারের যাত্রী তুলে নিচ্ছে অটো-টোটো। এমনই অভিযোগে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিলেন চুঁচুড়ার বাস মালিকরা। বন্ধ থাকবে ট্রেকার ও ম্যাজিক গাড়িও।
বাস মালিকদের অভিযোগ, যাত্রী কমতে কমতে হুগলি জেলার বহু বাস রুট বন্ধ হয়ে গেছে। রুট ছাড়াই অটো চলছে। টোটোর দাপটেও তাঁদের ব্যবসা চালানো সম্ভব হচ্ছে না। নির্দিষ্ট কোনও নিয়ম না থাকায় তাদের রুটের যাত্রী নিয়ে ভাড়া খাটছে অটো-টোটো। বাস ট্রেকারের মতো বড় গণপরিবহন ধুঁকছে। সুরাহা চেয়ে মঙ্গলবার আরটিওর সঙ্গে বৈঠক করেন বাস মালিকরা। এরপরেই বাস মালিকদের সংগঠনের পক্ষে দেবব্রত ভৌমিক জানান,আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বাস ট্রেকার ও ম্যাজিক।
এদিনই যাত্রী তোলা নিয়ে অশান্তির জের বাস ট্রেকার ও ম্যাজিক গাড়ি বন্ধ করে বিক্ষোভ দেখানো হয় পোলবার আলিনগরে। দিন দুয়েক আগে চুঁচুড়া স্টেশনে যাত্রী তোলা নিয়ে অটোর সঙ্গে ম্যাজিক গাড়ির চালকের গন্ডগোল হয়। গতকাল এক ম্যাজিক গাড়ির চালককে মারধর করা হয় বলে অভিযোগ। এদিন তারই প্রতিবাদে পোলবার আলিনগরে চুঁচুড়া-তারকেশ্বর রোড অবরোধ করেন পরিবহণ কর্মীরা। পোলবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।
পরিবহণ কর্মীদের অভিযোগ, তাদের রুটে ঢুকে বেআইনি অটো এবং টোটো যাত্রী তুলে নিচ্ছে। ফলে তাঁদের গাড়ি চালিয়ে লাভ হচ্ছে না। চুঁচুড়া স্টেশন থেকে পোলবা বিডিও অফিস পর্যন্ত ম্যাজিক গাড়ি চলে। চুঁচুড়া থেকে ফিডার রোড পর্যন্ত ট্রেকার চলে। ১৭-১৮ নম্বর রুটের বাস চলে হরিপাল এবং তারকেশ্বর পর্যন্ত। সেইসব পরিবহণ বন্ধ হলে সমস্যায় পড়তে হবে নিত্যযাত্রীদের।