শেষ আপডেট: 31st January 2025 11:47
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: টাকা পয়সা নিয়ে বচসার জেরে এক যুবককে কুপিয়ে খুন করা হল বাঁকড়ার মণ্ডলপাড়ায়।জারজিস আনসারি নামে ওই যুবক মণ্ডলপাড়ার একটি চেয়ার কারখানায় কাজ করতেন। ওই কারখানার ভেতরেই তাকে কুপিয়ে খুন করা হয়।
পুলিশসূত্রে জানা গেছে, টাকা পয়সার লেনদেন নিয়ে সহকর্মী অপর এক যুবক বছর কুড়ির ফোউম আনসারির সঙ্গে বৃহস্পতিবার রাতে কারখানার ভিতরেই বচসা বাঁধে। অভিযোগ, তখনই ফোউম জার্জিসকে হাত পা বেঁধে ধারাল অস্ত্র দিয়ে কোপায়। গুরুতর আহত অবস্থায় জারজিসকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে অস্ত্রের আঘাতে আহত হয় ফোউম আনসারিও। তাকে প্রথমে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এরপরেই ডোমজুড় থানার পুলিশ ফোউমকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জার্জিসকে ওই কারখানায় কাজে নিয়ে এসেছিল ফোউম। কিন্তু জারজিস ঠিকমতো টাকা পয়সা পাচ্ছিল না। তা নিয়েই ফোউমের সঙ্গে বৃহস্পতিবার রাতে জারজিসের বচসা হয়। এরপরই ফোউম জার্জিসকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে ডোমজুড় থানা।
জানা গিয়েছে, ওই কারখানাতেই থাকতো জারজিস ও ফোউম। বৃহস্পতিবার রাতে খবর শুনে ঘটনাস্থলে ছুটে যায় ডোমজুড় থানা ও বাঁকড়া ফাঁড়ির পুলিশ। ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে। মোতায়েন করা হয়েছে ব়্যাফ। সিল করে দেওয়া হয়েছে কারখানাটি। ঝাড়খণ্ডের বাসিন্দা জারজিস আনসারি কিছুদিন আগে এখানে কাজে আসে। এই ঘটনায় অন্য কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।