শেষ আপডেট: 17th September 2024 15:04
দ্য় ওয়াল ব্যুরো, হুগলি: ফুল দিয়ে সাজানো ট্রেনের কামরা। হাওড়াগামী কাটোয়া লোকাল তখন ছুটছে পরের স্টেশনের দিকে। চলন্ত ট্রেনেই হল মন্ত্রপাঠ। পুজো হল জাঁকজমক সহকারে। পুজোর পর মিষ্টিও খাওয়ানো হল নিত্যযাত্রীদের।
কাটোয়া থেকে ট্রেনটি ভোর পাঁচটা চল্লিশে ছেড়ে হাওড়ায় পৌঁছয় আটটা পঁয়তাল্লিশে। প্রতিদিন দীর্ঘ ১৪৫ কিলোমিটার তাঁরা একসঙ্গে কাটান। কেউ বা কলকাতার বড়বাজারের কোনও দোকানে খুব কম বেতনে কাজ করেন। কেউ আবার বড় সরকারি অফিসার, কেউ বা কলেজ পড়ুয়া। এই তিন ঘণ্টার যাত্রাপথে অবশ্য তাঁদের একটাই পরিচয় তারা সবাই নিত্যযাত্রী। এই তিন ঘণ্টায় তাঁরা যেমন নিজেদের সুখ দুঃখ ভাগ করে নেন, একটা সম্পর্ক যেমন তৈরি হয় নিজেদের মধ্যে, মাঝে মাঝে ঝগড়াঝাঁটিও যে লাগে না তা নয়। কিন্তু দিনের শেষে সহযাত্রী পরিচয়েই তৈরি হয় বন্ধন।
গত ৩১ বছর ধরে নিত্যযাত্রীদের উদ্যোগে কাটোয়া লোকালের চার নম্বর কামরায় বিশ্বকর্মা পুজো হয়। এবারও তার ব্যতিক্রম হল না। মূর্তি এনে ট্রেনের কামরার ভিতরই ধুমধাম করেই পুজো হল। নিজেরাই চাঁদা তুলে এই পুজোর ব্যবস্থা করলেন তাঁরা। ফল-ফুল-মিষ্টি সবেরই জোগাড় করলেন ট্রেন ছাড়ার আগে। পুজো শেষে বিলি হল প্রসাদও। এই একটা দিনের উৎসব বন্ধনটা মজবুত করল আরও।