ছাগলের জন্মদিন পালন
শেষ আপডেট: 3rd January 2025 18:44
দ্য ওয়াল ব্যুরো: সাজ-পোশাকের বাহার দেখে কবি-সাহিত্যিকরা বহু লেখা লিখেছেন। কখনও প্রহসন, কখনও ব্যঙ্গ, কখনও মার্জিত ঢঙে রুপের মাধুরী ব্যক্ত করেছেন তাঁরা। কিন্তু এই প্রতিবেদনে যার সাজের বাহার নিয়ে আলোচনা হচ্ছে, সে-ই এখানে আসল উপলক্ষ্য।
নতুন পোশাক পরিয়ে, রীতিমতো কেক কেটে, পংক্তি ভোজে পালন করা হল পোষ্য ছাগলের জন্মদিন। নিমন্ত্রিত অতিথি প্রায় শ'দেড়েক। পাত পেড়ে বসে কবজি ডুবিয়ে খেলেন বাহারি পদ। সেখানে ভাত, ডাল, আলু চিপস, মুরগির মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, কী নেই?
দেখুন ভিডিও
ঘটনা হল, গত বছরের ২ জানুয়ারি নিঃসন্তান বাবলু ওঁরাওয়ের বাড়িতে ঢুকে পড়েছিল বলির জন্য আনা একটি ছাগল। তারপর থেকেই তাকে আদরে লালন করেন ওঁরাও দম্পতি। আর যেদিন সে এসেছিল সেই দিনটিতেই তাঁরা পালন করলেন পোষ্যর জন্মদিন হিসেবে।
চুঁচুড়া বুনো কালীতলা বালিপুকুর ধারের বাসিন্দা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, বাবলু তাঁর বন্ধু। অন্য বন্ধুরা মিলেই ২ জানুয়ারি বাবলুর পোষ্যর জন্মদিন পালন করবেন বলে ঠিক করেন। তারপরেই সমস্ত কিছু আয়োজন করা হয়।
বেলুন দিয়ে, আলো রাঙিয়ে সাজানো হয় বাড়িও। কেক কেটে হয় জন্মদিন পালন। কথায় বলে, পয়সা থাকলে ভূতের বাপের শ্রাদ্ধ হয়। তবে এক্ষেত্রে হয় তো আনন্দটাই সব। কারণ বাবলুর বন্ধুরা সকলেই প্রায় দিন মজুর।