গাছ কেটে ফেলায় বাসা ভেঙে মৃত্যু বহু পাখির শাবকের।
শেষ আপডেট: 30th July 2024 15:59
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: গত কয়েকদিন ধরে রিষড়া রেল স্টেশনের প্ল্যাটফর্মে প্রাচীন বট অশ্বত্থ গাছ কাটা শুরু হয়। শ'য়ে শ'য়ে শামুকখোল,পানকৌরি, বক ও কাকের বাস স্টেশনের এই গাছগুলোতে। পরের পর ডাল কাটা যাওয়ায় নিরাশ্রয় হয়ে পড়ে এই পাখিরা। বাসা ভেঙে নীচে পড়ে যায় অনেক পাখির শাবক। সদ্য ডিম ফুটে বেরিয়েছে তারা, চোখ ফোটেনি, এখনও উড়তে শেখেনি এই পাখির ছানাদের বেশিরভাগই মারা গিয়েছে।
খবর পেয়ে স্থানীয় পরিবেশপ্রেমীরা এসে পাখিদের বাঁচানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় বন দফতরকে। পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিং বলেন, "রিষড়া স্টেশনে কতগুলো গাছ কাটা হয়েছে। সেই গাছে যেসব পাখির বাসা ছিল সেগুলো নষ্ট হয়েছে। অনেক পাখির ডিম নষ্ট হয়েছে। পাখির শাবকও মারা গেছে। ঘটনার তদন্তের জন্য প্রশাসনের কাছে অনুরোধ করব। কারণ পরিবেশে গাছপালা যেমন থাকবে পশুপাখিও থাকবে আবার মানুষও থাকবে। তাহলেই ভারসাম্য রক্ষা হবে।"
রিষড়ার পরিবেশ কর্মী সাবির আলি বলেন, "রেলের এই পদক্ষেপের নিন্দা করছি। গাছের ডাল কেটে ফেলার ফলে প্রচুর পাখি মারা গেল। গাছ আমাদেরও ছায়া দেয়। এভাবে গাছ কেটে পরিবেশ ধ্বংস করার প্রতিবাদ জানাচ্ছি আমরা। আমরা চাইছি রেল যেমন গাছ কেটেছে, আরও গাছ এখানে লাগাক। রিষড়ায় আরও অনেক সমস্যা আছে। আন্ডারপাস, লেবেল ক্রশিংয়ের সমস্যা আছে। সেগুলো নিয়ে ভাবনা নেই রেলের।"
এই ঘটনার প্রতিবাদে এলাকার পরিবেশপ্রেমী এবং পশুপ্রেমী সংগঠনগুলি সরব হয়েছে। রিষড়ার স্টেশন মাস্টারকে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিও নিয়েছেন তাঁরা। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান,যে ঠিকাদার সংস্থা কাজ করছে তারা কেন এমন করল, তা দেখা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।