তৃণমূলের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিডিও উপস্থিতিতে বিতর্ক
শেষ আপডেট: 5th November 2024 16:02
দ্য় ওয়াল ব্যুরো, হুগলি: সোমবার সন্ধ্যায় হরিপাল ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে হরিপাল লোক মঞ্চে ছট পুজো উপলক্ষে একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিপালের বিধায়ক করবী মান্না, মন্ত্রী বেচারাম মান্না সহ হরিপাল ব্লকের তৃণমূল নেতৃত্ব।
মঙ্গলবার এই অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যাচ্ছে ওই অনুষ্ঠানে হরিপালের বিডিও পারমিতা ঘোষ উপস্থিত থেকে বস্ত্র তুলে দিচ্ছেন মানুষের হাতে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই হইচই পড়ে। শাসক দলকে নিশানা করে বিরোধীরা। হরিপাল ব্লকের সিপিআইএমের এরিয়া কমিটির সম্পাদক মিন্টু বেড়া বলেন, "প্রশাসন ও তৃণমূল দলকে এক করে দেওয়ার চেষ্টা চলছে। হরিপালও তার ব্যতিক্রম নয়।হরিপাল ব্লক অফিস এখন তৃণমূলের দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে।হরিপালের বিডিওর কাছে অনুরোধ নিরপেক্ষতা বজায় রেখে জনসাধারণের কল্যাণে কাজ করুন।"
তৃণমূল ব্লক নেতৃত্ব এ ব্যপারে মুখে কুলুপ এঁটেছে। তবে হরিপাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তৃণমূল নেতা বাবলু গায়েন বলেন, "গতকাল লোকমঞ্চে বস্ত্র বিতরণ অনুষ্ঠান ছিল। বিডিও সেখানে ছিলেন কিনা বলতে পারব না। মনে হচ্ছে পুরনো ভিডিও।" হরিপাল বিডিও পারমিতা ঘোষও সংবাদ মাধ্যমের সামনে নিরুত্তর ছিলেন।