শেষ আপডেট: 18th January 2025 22:31
দ্য ওয়াল ব্যুরো: ত্রিবেণী থেকে ছাই নিয়ে ফিরছিল। হুগলির বাঁশবেড়িয়ার কাছে আচমকাই গঙ্গায় ডুবে গেল বাংলাদেশি কার্গো জাহাজ। ইতিমধ্যে সেটিকে জল থেকে তোলার কাজ শুরু হয়েছে বলে খবর। পরে সেটিকে মেরামত করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
জানা গেছে, বাংলাদেশি ওই কার্গো জাহাজটির নাম এডি বছিরউদ্দিন কাজি। দিন কয়েক আগে ব্যান্ডেল থার্মল পাওয়ার স্টেশনের ছাইগাদা থেকে ছাই নিতে আসে বাংলাদেশের কার্গো জাহাজটি। কিন্তু দেশে ফেরার সময় ঘটে যায় দুর্ঘটনা।
জাহাজের কর্মীরা জানান, আচমকাই জাহাজের তলায় একটি শব্দ হয়। তারপরই সেখান থেকে জাহাজে জল ঢুকতে থাকে। জল ভরে গেলে ধীরে ধীরে কাত হয়ে যায় সেটি। চালকের কেবিন ছাড়া সেটি পুরোটাই গঙ্গায় ডুবে যায়।
বিপদ বুঝে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন কর্মীরা। পরে ছাই খালি করে ওজন কমিয়ে জাহাজ তোলার চেষ্টা চলছে। জানা যাচ্ছে, সন্দেশখালি থেকে শ্রমিক নিয়ে চলছে উদ্ধারকাজ।
শেষ পাওয়া খবর, জাহাজটির সব ছাই খালি করতে সপ্তাহ খানেক সময় লেগে যেতে পারে। তারপর সেটিকে মেরামত করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।