শেষ আপডেট: 24th January 2025 14:59
দেবাশীষ গুছাইত, হাওড়া
বালি ব্রিজে যাত্রী ভোগান্তির শেষ নেই। সাধারণ মানুষকে যাতে বেশি দূরে গিয়ে বাস ধরতে না হয় তাই বালি হল্ট ও বালি স্টেশনে মাঝে পাঁচিল তৈরি করা হয়েছে। তাতেও সমস্যার সমাধান হয়নি। ফলে শুক্রবারও ভোগান্তি চরমে ওঠে। কার্যত স্লথ গতিতে এগিয়েছে গাড়ির চাকা। অবশেষে ব্রিজের উপর থেকে ফের হাঁটা শুরু করেন যাত্রীরা।
শুক্রবার সকালেই রেল ব্রিজের কাজ দেখতে এসেছিলেন রেলের জেনারেল ম্যানেজার মিলন্দ কে দেওস্কার ও শিয়ালদা ডিভিশনের ডিআরএম দীপক নিগম। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যাত্রী ভোগান্তির কথা স্বীকার করে নেন। তাঁরা জানিয়েছেন, ডানকুনি শিয়ালদহ শাখায় ট্রেন লাইনের গার্ডার বদলের কাজ নির্দিষ্ট সময়েই শেষ হবে। তাই যাত্রীদের সহযোগিতা চেয়েছেন তাঁরা। এদিন পুলিশ ও ট্রাফিক বিভাগের সঙ্গেই কথা বলেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম দীপক নিগম। জাতীয় সড়কের নিরাপত্তার বিষয়ে সবরকম ব্যবস্থা নেওয়া আশ্বাস দিয়েছেন।
এক যাত্রী বলেন, “বাসের পিছনে ছুটতে-ছুটতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে।” আরও এক যাত্রী দাবির দাবি, তিনি আড়াই তিন কিলোমিটার হেঁটে বাসে উঠতে হচ্ছে তাঁকে।
আগামী ২২ জানুয়ারি রাত বারোটা থেকে ২৭ জানুয়ারি ভোর চারটে পর্যন্ত বালি ব্রিজে যান চলাচলে নিয়ন্ত্রণ করা হয়েছে। বালি ব্রিজের ট্রেন লাইনের মেরামতি ও বালির সিসিআর ব্রিজে বালি হল্টের কাছে মেরামতি কাজ শুরু হয়েছে।