শেষ আপডেট: 4th February 2025 17:50
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ওপার বাংলার অস্থির পরিস্থিতির জন্য ক্ষতির মুখে পড়েছিল এপার বাংলার নার্সারি ব্যবসা।
সেই ক্ষতি পুষিয়ে দিল কুম্ভমেলা। কুম্ভমেলায় শোভা বাড়াচ্ছে বলাগড়ের নার্সারির গাছ।
উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ। দেশ বিদেশ থেকে কোটি কোটি মানুষ সেখানে জমা হচ্ছেন। পরের পর দুর্ঘটনায় এবার প্রথম থেকেই চর্চায় মহাকুম্ভ। তবে সেসব কিছুকে বাদ দিয়ে পুণ্যের টানে প্রয়াগরাজে পৌঁছে যাচ্ছেন পুণ্যার্থীরা। আর সেই কুম্ভেই শোভা বাড়াচ্ছে বলাগড়ের একাধিক নার্সারির গাছ।
বলাগড় ব্লকের বলাগড়, জিরাট, খামারগাছিতে প্রায় দু-হাজার নার্সারি আছে। কয়েক কোটি টাকার গাছ প্রয়াগরাজে পাঠানো হয়েছে বলে জানান,নার্সারি অ্যাসোসিয়েশনের সভাপতি নবকুমার দাস। তিনি বলেন, বলাগড়ের দুই হাজার রেজিস্টার নার্সারি আছে যারা আমাদের অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত। প্রায় দশ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে এখানে। সব নার্সারি থেকে কমবেশি গাছ পাঠানো হয়েছে প্রয়াগরাজে। রাজ্যের অন্যান্য জায়গা থেকেও গেছে। মহারাষ্ট্রের পুণে থেকে অনেক গাছ পাঠানো হয়। গোটা দেশে নার্সারি মালিকদের অ্যাসোসিয়েশন আছে। তাদের মাধ্যমে বরাত আসে। মূলত ফুটন্ত ফুলের গাছ পাঠানো হয়েছে।
গৌতম অধিকারী নামে এক নার্সারি মালিক বলেন, "পাঁচশো কোটি টাকার একটা টেন্ডার পাশ হয়। আমাদের বলাগড় থেকে প্রায় দেড়শো কোটি টাকার গাছ গেছে। আমি নিজে দশ লক্ষ টাকার গাছ পাঠিয়েছি। কুম্ভমেলায় গাছ পাঠিয়ে ভালোই লাভ হয়েছে।"
আরেক নার্সারি মালিক রমেন্দ্র মহন্ত বলেন,"গোটা ভারতবর্ষে বলাগড়ের গাছ যায়। নেপাল ভুটান বাংলাদেশেও যায়। বাংলাদেশের অস্থির পরিস্থিতির জন্য মাঝে কিছুদিন গাছ না যাওয়ায় আমাদের ব্যবসা মার খাচ্ছিল। তবে এবার সেই ক্ষতি পুষিয়ে দিল কুম্ভমেলা। সেখানে ডেকরেশন করে দিতে হবে এই চুক্তিতে ফুলের গাছ পাঠানো হয়েছে।"