শেষ আপডেট: 15th April 2025 14:09
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: কিয়স্কে পাশবই আপডেট করা নিয়ে বচসা (Hooghly SBI)। প্রথমে গালাগালি তারপর এক গ্রাহক আরেক গ্রাহককে কামড়ে দিলেন। রক্তারক্তি কাণ্ড নববর্ষের সকালে।
চুঁচুড়া খাদিনা মোড়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কিয়স্কে (SBI KIOSK) পাশবই আপডেট করতে আসেন দুই গ্রাহক। প্রথমে যিনি আপডেট করছিলেন তার কাছে চারটি পাশবই ছিল। মেশিনে আপডেট করতে সময় লাগছিল। তাঁর পিছনে অপেক্ষায় থাকা অন্য গ্রাহক সামনের জনকে বলেন, তাঁর একটা পাশবই আপডেট করতে হবে, যদি ছেড়ে দেন একটু তাড়া আছে। অভিযোগ, তখন প্রথমজন লাইন তো ছাড়েনইনি বরং গালাগালি দেন। দ্বিতীয়জন পাল্টা গালি দেওয়ায় তাঁর হাত কামড়ে রক্ত বের করে দেন প্রথম গ্রাহক। মুখে ঘুষিও মারেন ।
কিয়স্কে তখন নিরাপত্তা রক্ষী ছিলেন। আরেকজন গ্রাহকও উপস্থিত ছিলেন। তাঁরা জানান, প্রথম গ্রাহক হঠাৎ মাথা গরম করে দিতীয়জনকে মারেন। কামড়েও দেন।
কেন কামড়ে দিলেন? এ প্রশ্নে ওই গ্রাহক বলেন, "আমার মুখ চেপে ধরায় হাত চালাই। আমাকে গালাগাল দিয়েছিল। তাই মেরেছি।"
দুই গ্রাহকই প্রবীণ নাগরিক। সামান্য ঘটনায় মাথা গরম করে রক্তারক্তি কাণ্ড ঘটান। সেখানে থাকা অনেকেই বলছেন 'ছেলেমানুষি কাজ'।