শেষ আপডেট: 24th October 2024 12:41
দ্য় ওয়াল ব্যুরো, হুগলি: প্রতিদিনের ব্যস্ততার ছবিটা উধাও। শুনশান ফেরিঘাট চত্বরে যেন ধর্মঘট চলছে। টিকিট কাউন্টার খোলেনি। ঘাটে ঢোকার গেট তালা দিয়ে বন্ধ করা। ঘূর্ণিঝড়ের বিপদ থেকে যাত্রীদের বাঁচাতে উত্তরপাড়া থেকে গুপ্তিপাড়া সব ফেরি সার্ভিস বন্ধ রয়েছে।
নবান্নের নির্দেশে নিরাপত্তার কথা ভেবে জেলা প্রশাসন সব ফেরিঘাট বন্ধ রাখতে বলেছে। এই নির্দেশ পাওয়ার পরেই বুধবার বিকেল পাঁচটায় উত্তরপাড়া থেকে গুপ্তিপাড়া সব ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি না জানায় অনেককেই ফেরিঘাটে এসে ফিরে যেতে হয়।
এদিকে ঘূর্ণিঝড় ডানার প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে হুগলি জেলায়। মেঘে আকাশ কালো। চলছে ঝোড়ো হাওয়া। রাস্তাঘাটে তাই লোকজন কম। খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। বহু জায়গাতেই দোকান পাট খোলেনি।
বৃহস্পতিবার ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও শুক্রবার ২৫ তারিখ ভোর থেকে যেহেতু ঘূর্ণিঝড় ডানার প্রভাব সবথেকে বেশি হবে তাই যাত্রী নিরাপত্তার কথা ভেবে হাওড়া ডিভিশনে ৬৮ টি ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়া বর্ধমান মেন ও কর্ড শাখা,হাওড়া কাটোয়া শাখা এবং হাওড়া ব্যান্ডেল শাখা ও হাওড়া আরামবাগ শাখার আপ ও ডাউন মিলিয়ে ৬৮ টি লোকাল ট্রেন বাতিল হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে পারাদ্বীপ থেকে ২৬০ কিলোমিটার, ধামারা থেকে ২৯০ কিলোমিটার এবং সাগরদ্বীপ থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করছে ঘূর্ণিঝড়। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে এটি তীব্র ঘূর্ণিঝড় হিসেবেই ওড়িশা উপকূলে আছড়ে পড়বে।