শেষ আপডেট: 6th February 2025 15:24
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: স্কুলে যেতে ভয় পাচ্ছিল আড়াই বছরের মেয়ে। বারবার জিজ্ঞাসা করা হলে জানায়, স্কুলে আঙ্কল ব্যাড টাচ করেছে। এরপরই বৃহস্পতিবার স্কুলে চড়াও হন অভিভাবকরা। শুরু হয় প্রবল বিক্ষোভ। প্রিন্সিপালের স্বামীকে চড় থাপ্পড় মারা হয় বলে অভিযোগ। উত্তরপাড়া থানার পুলিশ অভিযুক্ত নিরাপত্তা রক্ষীকে আটক করে পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনায় এদিন শোরগোল পড়ে হিন্দমোটরের একটি বেসরকারি নার্সারি স্কুলে।
শিশুটির পরিবারের অভিযোগ, গত কয়েকদিন ধরে স্কুলে যেতে ভয় পাচ্ছিল শিশুটি। কেন স্কুলে যেতে চায় না জিজ্ঞেস করায় বলে স্কুলের এক আঙ্কল তাকে 'ব্যাড টাচ' করেছে। এদিন স্কুলে গিয়ে অন্য অভিভাবকদের ঘটনার কথা জানায় শিশুটির পরিবার। এরপরই উত্তেজনা ছড়ায়। স্কুলের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা হয়। প্রিন্সিপাল ও তাঁর স্বামী অভিভাবকদের বোঝানোর চেষ্টা করেন। অভিযোগ, তখনই অভিভাবদের একাংশ প্রিন্সিপালের স্বামীকে চড় থাপ্পড় মারতে শুরু করেন। সঙ্গে সঙ্গে অবশ্য পুলিশ এবং অন্য অভিভাবকরা তাকে সরিয়ে নিয়ে যায়।
প্রিন্সিপাল রিমি চৌধুরী বলেন, "স্কুলে বাচ্চাদের দেখাশোনা যারা করেন, তারা সবাই মহিলা। তাছাড়া সিসিটিভি ফুটেজে সেরকম কিছু দেখাও যায়নি। আমরা পুলিশকে সেই ফুটেজ দেখিয়েছি। কিন্তু যেহেতু অভিযোগ উঠেছে তাই নিরাপত্তারক্ষীকে পুলিশের হাতে তুলে দিয়েছি।"
যদিও অভিভাবকদের অভিযোগ, স্কুলের প্রিন্সিপাল বা স্টাফরা কেউ ছোটদের দিকে নজর দেয় না। না হলে একটা শিশুর সঙ্গে এমন আচরণ কেন করা হবে। একটা শিশু কখনও মিথ্যে কথা বলে না।" উত্তরপাড়া থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ দায়ের হলে পকসো ধারায় মামলা রুজু করা হবে অভিযুক্তের বিরুদ্ধে।