শেষ আপডেট: 22nd September 2024 18:15
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: রবিবার, আরজি করের প্রতিবাদে ফের রাস্তায় নেমেছে নাগরিক সমাজ। আরজি করের ডাক্তারি পড়ুয়ার জন্য বিচার চেয়ে হাওড়ায় মিছিল করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। হাওড়া গ্রন্থাগারের সামনে থেকে কাজিপাড়া পর্যন্ত কংগ্রেসের নেতাকর্মীরা মিছিল করেন। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে হাওয়াই চটি বর্জনের ডাক দেন।
এদিন মিছিলে কংগ্রেস কর্মীদের হাতে ছিল ব্যানার, দলীয় পতাকা। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে, নীল-সাদা হাওয়াই চটি হাতে নিয়ে অনেকেই মিছিলে হাঁটলেন। অধীর চৌধুরীর নেত্রীকে কংগ্রেসের মহিলা কর্মীরাও 'উই ওয়ান্ট জাস্টিস' বলে স্লোগান তোলেন। মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে সোচ্চার হন।
সদ্য প্রদেশ কংগ্রেস সভাপতি পদ হারিয়েছেন কংগ্রেসের বরিষ্ঠ নেতা অধীর চৌধুরী। মিছিল শুরুর আগে তাঁকে এবিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে অধীরবাবু বলেন, "যে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ নিয়ে অনেক দিন ধরে প্রক্রিয়া চলছিল। হাইকমান্ড থেকে এই প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এতে আমার কিছু বলার নেই।"
কংগ্রেসের সভাপতি হয়েছেন শুভঙ্কর সরকার। তাঁর বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে আঁতাত রয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই প্রশ্ন উত্তর দিতে গেলে অধীরবাবু বলেন, "তিনি যখন কংগ্রেসের সভাপতি হয়েছেন, তাহলে তিনি কংগ্রেস সভাপতি হয়ে থাকবেন। এই অভিযোগ মানি না। দিল্লির নেতৃত্বের সিদ্ধান্তেই সভাপতি বদল করা হয়েছে।"
শুধু হাওড়ায় নয়, কলকাতাও নাগরিক সমাজের মিছিল বেরিয়েছে। রুবি থেকে মিছিল শুরু করে গড়িয়াহাট পর্যন্ত যাওয়া কথা রয়েছে। এদিন বেহালায়ও মিছিল হওয়ার কথা রয়েছে।