শেষ আপডেট: 7th February 2025 14:10
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: তাঁর নীল বাতি লাগানো গাড়িতে তিনটে স্টার। গভর্মেন্ট অফ ইন্ডিয়া লেখা। কোস্টগার্ডের লোগোও লাগানো রয়েছে গাড়িতে। বৃহস্পতিবার রাতে নিউটাউনের ডিএ ব্লক অ্যাকশন এরিয়া ওয়ানের বিলাসবহুল আবাসনে হানা দেয় পুলিশ। গ্রেফতার করা হয় চন্দননগরের ভুয়ো কোস্টগার্ড এডিজিকে! ধৃতের নাম সুপ্রিয় মুখোপাধ্যায়। তাঁর গাড়িটিকেও আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। তিনি যে অফিসার এমন কোনও প্রমাণ তাঁর কাছে পাওয়া যায়নি বলে পুলিশের দাবি। ওই ব্যক্তি চন্দননগরের বিন্দুবাসিনী পাড়ার আদি বাসিন্দা।
গত মাসে চন্দননগরের এক বাসিন্দা চাকরি পেতে টাকা দিয়ে প্রতারিত হন। তারপরেই ওই ব্যক্তি চন্দননগর থানায় অভিযোগ দায়ের করেন।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে। অভিযুক্ত নিজেকে কোস্ট গার্ডের এডিজি বলে পরিচয় দিতেন। চাকরি দেওয়ার নাম করে বাজার থেকে বহু টাকা তুলেছিলেন। রীতিমতো নিরাপত্তা রক্ষীদের নিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াতেন তিনি। বলতেন, কেন্দ্র সরকারের নিরাপত্তা রক্ষী রয়েছে তার সঙ্গে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই নিরাপত্তা রক্ষীরা কেউই সরকারি নয়, একটি বেসরকারি সংস্থার। তারপরেই ওই ব্যক্তিকে ধরতে ফাঁদ পাতে পুলিশ।
পুলিশ আধিকারিকরা জানান, কোস্টগার্ডের বড় অফিসার পরিচয় দেওয়ায় এলাকায় ভালই প্রভাব ছিল। শুধু দেশেই নয় বিদেশেও তার যাতায়াত ছিল। বাড়িতে দুর্গাপুজোয় প্রচুর লোক খাওয়াতেন ওই ব্যক্তি। সরকারি অফিসার বলে অনেকেই তাকে সমীহ করতেন।
পুলিশ শুক্রবার অভিযুক্তকে চন্দননগর আদালতে পেশ করে। পুলিশ কর্তারা জানান, অভিযুক্ত ঠিক কত জনের সঙ্গে কত টাকা প্রতারণা করেছেন তা জানতে তাকে নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা দরকার। এর পিছনে কোনও চক্র রয়েছে কিনা তাও খুঁজে বের করতে হবে।