প্রতীকী ছবি
শেষ আপডেট: 10th November 2024 22:08
দ্য ওয়াল ব্যুরো: চন্দননগরে জগদ্ধাত্রী পুজো মণ্ডপে পোষা কুকুর নিয়ে ঢুকেছিলেন মা ও মেয়ে। তার জেরে তরুণীকে ভর্ৎসনা করে পুজো কমিটির এক সদস্য। অবসাদে তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ তুলল পরিবার।
৭ নভেম্বর দুই পোষা কুকুর নিয়ে চন্দননগরের ফটকগোড়া জগদ্ধাত্রী পুজো কিমিটির মণ্ডপে যান মা ও মেয়ে। পুজো মণ্ডপে কুকুর নিয়ে ঢোকায় তরুণীকে কটূক্তি করেন কমিটির সদস্য প্রণব বন্দ্যোপাধ্যায়। এমনই অভিযোগ নিহত তরুণীর পরিবারের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সুশ্রিকা দত্ত (২৩)। ফটকগোড়ার বাসিন্দা এবং সেখানকার বারোয়ারির পুজোর সদস্যও। ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ট্রোলড হন সুশ্রিকা। বিতর্কের জেরে সেই পোস্ট সোশ্যাল সাইট থেকে ডিলিট করে ক্ষমাও চান। পরিবারের দাবি তার পরই অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মেয়ে।
দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়েছে। চন্দননগর থানা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
ফটকগোড়া পুজো কমিটির সম্পাদক বিপ্লব দাস বলেন, 'এই ঘটনায় খুবই মর্মাহত আমরা। ঘটনার আকস্মিকতায় হয়তো তাঁর বাবা অভিযোগ করছেন।'
অভিযোগ উড়িয়ে তাঁর সাফ কথা, 'পুজো কমিটি এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত নয়। সোশ্যাল মিডিয়ায় কে কী পোস্ট করেছেন, সে বিষয়ে পুজো কমিটি কিছুই জানে না। কেউ কিছু পোস্টে কমেন্ট করে থাকলে তার দায়িত্ব পুজো কমিটির নয়।'