শেষ আপডেট: 3rd October 2024 15:40
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: পুজো শুরু আর বেশি দেরি নেই। মহালয়ার দিন থেকে নামি প্যান্ডেলগুলিতে ভিড় শুরু হয়েছে। এর মধ্যে উলুবেড়িয়ায় ঘটে গেল দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে প্যান্ডেলে ঢুকে পড়ল বেপরোয়া ট্রাক। পুজোর মুখে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল প্যান্ডেলের একাংশ। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রানিহাটি ১১৬ নম্বর জাতীয় সড়কের কাছে নাবঘড়া রাজার বাগান ক্লাবের প্যান্ডেল তৈরি হচ্ছিল। বুধবার রাতে আচমকাই জাতীয় সড়ক দিয়ে ছুটে আসা একটি বেপরোয়া ট্রাক প্যান্ডেলের মধ্যে ঢুকে যায়। তখন সেখানে কেউ ছিল না। ফলে কেউ হতাহত হয়নি কেউ। খবর পেয়ে রাতে ঘটনাস্থলে ছুটে আসেন উদ্যোক্তারা। দেখেন একটি পাথর বোঝাই ট্রাক মণ্ডপে ঢুকে পড়ে রয়েছে। মণ্ডপের একাংশ ভেঙে পড়েছে। ঘটনা থেকে মাথা হাত পড়ে উদ্যোক্তাদের।
তাঁরা জানিয়েছেন, চাঁদা তুলেই পুজো আয়োজন করা হয়। এই দুর্ঘটনায় মণ্ডপের অনেকটা ক্ষতি হয়েছে। অতিরিক্ত লোকজন লাগিয়ে মণ্ডপসজ্জার কাজ শেষ করা চেষ্টা করা হচ্ছে। চতুর্থীর দিনে পুজো উদ্বোধনের কথা।
তাঁদের দাবি, পুজোর বেশি দিন নেই। মাতৃপক্ষ শুরু হয়ে গেছে। আগামী সপ্তাহ থেকে পুজো শুরু হয়ে যাচ্ছে। হাতে আর সময়ে নেই। তার মধ্যেই এই ঘটনা ঘটে গেল। এবার পুজো কীভাবে হবে, তাই নিয়ে ভেবে কূলকিনারা পাচ্ছেন না পুজো উদ্যোক্তারা। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গেছিল সাঁকরাইল থানার পুলিশ। লরি চালক, খালাসিকে আটক করেছে তারা। গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে।