শেষ আপডেট: 1st January 2025 12:12
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বর্ষবরণের রাতে জুটমিল শ্রমিকের দেহ মিলল চাঁপদানিতে! মৃতের নাম ওমপ্রকাশ রাজভর। বয়স ২৫ বছর।
পুলিশ সূত্রে জানা গেছে, ওম প্রকাশ চাঁপদানির ডালহৌসি জুটমিলে কাজ করতেন।তার বাবা রামচন্দ্র রাজভর নর্থব্রুক জুটমিলের শ্রমিক। মঙ্গলবার রাতে বর্ষবরণ উপলক্ষে ফেসুয়াবাগান এবিএস ক্লাবের মাঠে ফুটবল খেলা চলছিল। রাত সাড়ে এগারোটা নাগাদ বক্স বন্ধ করে দেওয়া হয়। সেই সময় রহিত বেনবনসি নামে একজন মদ্যপ অবস্থায় সেখানে আসে। বক্স কেন বন্ধ করা হয়েছে তা নিয়ে বচসা শুরু করে।
ওমপ্রকাশের সঙ্গে বচসা চলতে চলতে হঠাৎ ছুরি বের করে আঘাত করতে থাকে। অন্যরা কিছু বুঝে ওঠার আগেই ছুরিতে তাঁকে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়। রক্তাক্ত জুটমিল শ্রমিককে উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক জানিয়ে দেন মৃত্যু হয়েছে যুবকের।
ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। বুধবার সকালে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে পুলিশ।
মৃত যুবকের দাদা আনমোল রাজভর অভিযুক্তদের শাস্তি দাবি করেছেন। চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, রাতে বক্স বাজানো নিয়ে বচসা চলে। ছুরি মেরে একজনকে খুন করা হয়েছে। ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।