শেষ আপডেট: 28th March 2025 13:29
দ্য় ওয়াল ব্যুরো, হাওড়া: ডোমজুড়ের সলপে ৪ বছরের শিশুকে নৃশংসভাবে খুনের অভিযোগে ১৪ বছরের এক কিশোরকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ফুটবল খেলা নিয়ে গন্ডগোলের জেরেই এই ঘটনা বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছেন তাঁরা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই কিশোরের খোঁজ পায় পুলিশ।
বৃহস্পতিবার সলপের ডাঁসপাড়া এলাকা থেকে উদ্ধার হয় বছর চারেকের শেখ আয়ুষের দেহ। মঙ্গলবার সকাল সাড়ে নটা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এদিন ওই শিশুর দেহ মিলতেই দেখা যায় তাঁর সারা পিঠে ছ্যাঁকা দেওয়ার ক্ষত। শিশুটির মুখেও আঘাতের চিহ্ন ছিল। শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।
তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। দেখা যায় ওই শিশুকে হেঁটে যেতে। তার পিছনে ছিলো ওই নাবালক। সেই সূত্র ধরে ওই নাবালককে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জেরায় ভেঙে পড়ে সে অপরাধের কথা স্বীকার করে। দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা ওই নাবালক।
পুলিশ সূত্রে জানা গেছে, হাওড়ায় দর্জির কাজ শিখতে এসেছিল সে। তার মামা তাকে এনেছিল কাজ শেখাতে। হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি জানান, সামান্য কারণে এই খুনের ঘটনা। গ্রেফতার করা হয়েছে ওই নাবালককে।তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করা হবে।