শেষ আপডেট: 1st October 2024 19:52
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: তাঁকে পরিবেশপ্রেমী হিসাবে চিনতেন হাওড়ার মানুষ। একটি সাপকে বাঁচাতে গিয়ে ছোবল খেয়ে মৃত্যু হল পশু চিকিৎসকের।
মঙ্গলবার সকালে খসমারা বাজারে একটি বিষধর গোখরো মাছে জালে ফেঁসে গেছিল। সেই জাল থেকে গোখরোটিতে ছাড়াতে গিয়ে ওই পশু চিকিৎসকের সঙ্গে এই ঘটনা ঘটে। মৃত ওই পশুচিকিৎসকের নাম ইন্দ্রজিৎ আদক। ৪১ বছরের ইন্দ্রজিতের বাড়ি হাওড়ার দেউলপুরে।
২০ বছর ধরে পরিবেশ ও বন্যপ্রাণ রক্ষা নিয়ে কাজ করছিলেন পশু চিকিৎসক ইন্দ্রজিৎ। এলাকায় কারও বাড়িতে বিষধর সাপ বেরলেই উদ্ধার করতে পৌঁছে যেতেন। বাঘরোল, বনবিড়াল এবং সজারু সংরক্ষণেও ভূমিকা রয়েছে তাঁর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে মাছে জাল ফেঁসে যাওয়ার একটি গোখরোকে উদ্ধার করতে খাসমারা বাজারে গেছিলেন ইন্দ্রজিৎ। সেখানে সাপটিকে উদ্ধার করতে গিয়ে ছোবল খান। ঘটনাটি ঘটে ১১টা নাগাদ। কিন্তু এর দেড় ঘণ্টা পরে হাসপাতালে যাওয়া অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় কয়েকজন প্রথমে এই সময়ে ইন্দ্রজিৎকে গাববেড়িয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রতিষেধক দেওয়ার পরেই উলুবেরিয়া হাসপাতালে তাঁকে রেফার করা হয়। হাসপাতালে পৌঁছবার আগেই রাস্তায় মৃত্যু হয় ওই পশু চিকিৎসকের।