শেষ আপডেট: 3rd July 2024 00:16
দ্য ওয়াল ব্যুরো: এমনও হয়! স্টপেজে না দাঁড়িয়ে হুশ হুশ করে ছুটল ট্রেন। পরের স্টেশনে পৌঁছে ভুল বুঝতে পেরে আবার পিছনের স্টেশনে রওনা দিয়ে যাত্রী নামিয়ে তবেই সামনের দিকে এগোল!
মঙ্গলবার সন্ধেই এমনই অবাক করা ঘটনার সাক্ষী থাকলেন হাওড়া বর্ধমান মেল শাখার যাত্রীরা। ঘটনাটি ঘটেছে ৩৭৮৪৯ আপ বর্ধমান লোকাল, যা নিত্যযাত্রীদের কাছে সুপার নামে পরিচিত। ঘটনার আকস্মিকতায় রেলকে গালাগালি করবেন না প্রশংসা, ভেবে পাচ্ছেন না যাত্রীদের অনেকেই। বিষয়টির বিবরণ দিতে গিয়ে নিত্যযাত্রীদের অনেকেই হো হো করে হেসেওছেন।
বিষয়টি নিয়ে রেলের অন্দরেও কানাঘুষো শুরু হয়েছে। চালকের ভুলে নাকি অন্য কোনও কারণে এই ঘটনা তা স্পষ্ট নয়।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "বিষয়টি শুনেছি, কী হয়েছিল দেখা হচ্ছে।"
রেল সূত্রে জানা গেছে, এদিন নির্দিষ্ট সময়ের দু'মিনিট পরে অর্থাৎ সাতটা দুই মিনিটে হাওড়া থেকে ছাড়ে সুপার ট্রেনটি।গ্যালোপিং ট্রেন হওয়ায় তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছন যায়। তাই শহরতলীর অনেক অফিস যাত্রী এই ট্রেনেই বাড়ি ফেরেন। এক যাত্রী জানান, চন্দননগর পর্যন্ত ট্রেনটি বেশ ভালই চলেছে। ৭ টা ৫৫ মিনিটে ট্রেনটি চুঁচুড়া স্টেশনে ঢুকলেও না দাঁড়িয়ে সোজা হুগলি চলে যায়।
ফলে যাদের চুঁচুড়ায় নামার কথা ছিল তারা আতান্তরে পড়ে যান। বিষয়টি বুঝতে না পেরে পরের ট্রেন ধরার জন্য অনেকে হুগলি স্টেশনে নেমেও যান। তখনই দেখা যায় ট্রেনটি আবার পিছন পথে অর্থাৎ চুঁচড়ার দিকে এগোচ্ছে! যারা নেমেছিলেন, তাঁদের অনেকেই আবার ট্রেনে উঠে পড়েন। ট্রেনের বাকি যাত্রীরা তখনও বুঝে উঠতে পারছিলেন না ব্যাপারটা ঠিক কী ঘটতে চলেছে।
তবে চুঁচুড়ায় যাত্রী নামিয়ে ট্রেনটি ফের গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। যাত্রীরা বুঝতে পারেন, নিজের ভুল শুধরে নিতে পিছনের স্টেশনে যাত্রী নামাতে এসেছিল ট্রেনটি। বাংলা তো বটেই সারা দেশে অতীতে এমন ঘটনা কখনও ঘটেছে কি না, মনে করতে পারছেন না রেলের অনেক প্রবীণ কর্মীও।