শেষ আপডেট: 30th June 2024 14:27
দ্য ওয়াল ব্যুরো: বাড়ি তৈরিতে বাধা দেওয়ায় দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ। আর তার জেরেই রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার বাঁকড়া। ব্যাপক বোমাবাজি, ভাঙচুর-ইটবৃষ্টিতে আহত হয়েছেন বেশ কয়েকজন।
রবিবার সকালে হাওড়ার ডোমজুড়ের বাঁকড়ায় মুন্সিডাঙ্গা শেখ পাড়ায় ঘটনাটি ঘটেছে। জানা গেছে, 'বেআইনি' বাড়ি তৈরিতে বাধা দেওয়ায় পঞ্চায়েত সদস্য শেখ মফিজুল ওরফে মিন্টুর বাড়িতে হামলা চালায় ওই এলাকার বাসিন্দা ফারুক ও তাঁর লোকজন। মফিজুলের বিরুদ্ধেও পাল্টা হামলার অভিযোগ উঠেছে। দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রের খবর, শেখ ফারুক আগে সিপিএম কর্মী ছিলেন। বর্তমানে তৃণমূল কংগ্রেসের সদস্য। বেআইনিভাবে বাড়ি তৈরি নিয়েই দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা বাঁধে। সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি, ইটবৃষ্টি চলতে থাকে। বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়। পুলিশকে লক্ষ্য করেও বোমাবাজির অভিযোগ উঠেছে। হাতে বন্দুক নিয়ে দুই গোষ্ঠীর একে অপরকে মারধরের ছবি ভাইরাল হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডোমজুড় থানার পুলিশ। ইতিমধ্যে ঘটনাটিতে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় রয়েছে র্যাফ ও কেন্দ্রীয় বাহিনীও। চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চআচমকাই এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।