শেষ আপডেট: 6th March 2024 14:09
দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালিতে কীভাবে অত্যাচার চালাত শেখ শাহজাহান এবং তার বাহিনী? বারাসতের কাছারি ময়দানের সভার পর সভা সংলগ্ন গ্রিনরুমে মোদীকে সেকথা জানাচ্ছেন সন্দেশখালির মহিলারা।
সূত্রের খবর, সন্দেশখালির পাঁচজন মহিলা রয়েছেন ওই প্রতিনিধি দলে। সভা শেষের পর তাঁদের ওই বিশেষ রুমে ডেকে নেওয়া হয়। সেখানেই মোদীর কাছে শাহজাহান গোষ্ঠীর অত্যাচারের বিস্তারিত বিবরণ তুলে ধরছেন মহিলারা।
মাস দু'য়েক ধরে অশান্ত সন্দেশখালি। শেখ শাহজাহান ও তাঁর বাহিনীর বিরুদ্ধে বারবার নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এমনকী অন্যায়ভাবে গরিব মানুষের জমি কেড়ে নেওয়ার মতো গুরুতর অভিযোগও রয়েছে। সূত্রের খবর, এ ব্যাপারেই মোদীকে পুঙ্খানুপঙ্খ তথ্য তুলে ধরেছেন সন্দেশখালির পাঁচ মহিলা।
প্রসঙ্গত , আরামবাগ-কৃষ্ণনগরের পর ৬ দিনের ব্যবধানে বারাসতের কাছারি ময়দানে রাজ্যের তৃতীয় সভা থেকেও সন্দেশখালি প্রসঙ্গে এদিন সরব হন মোদী। পরে সন্দেশখালির মহিলাদের কাছ থেকে সরাসরি নির্যাতনের অভিযোগ শোনার পর প্রধানমন্ত্রী এ ব্যাপারে কী পদক্ষেপ নেন, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে সব মহলে।
প্রসঙ্গত উল্লেখ্য, প্রধানমন্ত্রীকে নিজেদের অভাব অভিযোগ জানাতে বুধবার সকাল থেকে বাসে, নৌকায় চেপে বিভিন্ন জায়গা থেকে মহিলাদের নিয়ে কাছারি ময়দানের সভাস্থলের দিকে রওনা দেয় বিজেপি।
নিরাপত্তা প্রোটোকলের কারণ দেখিযে পথে বারে বারে বাস আটকানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এমনকী এয়ারপোর্ট ১ নম্বর গেটের পর থেকে পুলিশ আর বাস এগোতে দেয়নি বলে অভিযোগ। যার জেরে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন সন্দেশখালির একাধিক মহিলা।
পুলিশের তরফে অবশ্য জানানো হয়েছে, প্রাথমিকভাবে প্রধানমন্ত্রীর এয়ারপোর্ট থেকে সড়কপথে বারাসত যাওয়ার কথা ছিল। তাই নিরাপত্তার কারণেই যশোর রোড যান চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।