শেষ আপডেট: 7th December 2021 13:27
দ্য ওয়াল ব্যুরো: মাইক্রোসফটের অন্যতম প্রতিদ্বন্দ্বী গুগল ক্রোম। তবে মাইক্রোসফট ব্যবহারকারীরা, ব্রাউজার হিসেবে প্রথম পছন্দ ক্রোমই থাকে। এবার মাইক্রোসফট তার ব্রাউজার সিস্টেম 'এজ'-কে নতুনভাবে নিয়ে আসছে। সম্প্রতি মাইক্রোসফট তার নতুন ভার্সন লঞ্চ করেছে। মাইক্রোসফট ১১। সেখানেই এবার ক্রোমের মতই সুবিধাগুলো অফার করছে ব্যবহারকারীদের। ক্রোম ব্যবহারকারীদের কাছে এখন নতুন পপ-আপ যাচ্ছে। যেখানে ব্রাউজার হিসেবে 'এজ' ব্যবহার করার ক্ষেত্রে উৎসাহ দেবে ব্যবহারকারীকে। মাইক্রোসফটে ক্রোম বা জিমেল খুললেই এখন আপনি পাবেন নতুন পপ-আপ মেসেজ। তাতে লেখা থাকবে, 'এখন ক্রোমের মতই টেকনোলজি দেবে মাইক্রোসফট এডজ', 'আপনি কী জানতে চান এর নতুন ফিচার সম্পর্কে?...' এমনই সব মেসেজ। তবে বর্তমানে মাইক্রোসফট তাই ওই ক্যাম্পেন থেকে সরে আসে। পপ-আপ দেওয়া বন্ধ করে দেয়। তবে মাইক্রোসফটের নতুন ভার্সনে এখন আপনি সহজেই আপনার সিস্টেমে ডিফল্ট সেট করতে পারেন। কীভাবে করবেন? প্রথমেই আপনার কম্পিউটার বা ল্যাপটপের সেটিংসে যান তারপর সেটিংসের অ্যাপ সেকশনে খুঁজে তাতে ক্লিক করুন সেখান থেকে খুলে যাওয়া পেজের একেবারে বাঁদিকে ডিফল্ট অ্যাপ অপশন খুঁজে পাবেন, সেটাই ক্লিক করুন খুলে যাওয়া পেজের ওপরেই আপনি আপনার ডিফল্ট ব্রাউজার নির্বাচন করার বিকল্পটি খুঁজে পেতে পারেন তবে উপরে উল্লিখিত হিসাবে আপনাকে এখনও বিভিন্ন এক্সটেনশন যেমন HTTP, HTTPS, HTML এবং অন্যান্যগুলির জন্য ডিফল্ট অ্যাপ পরিবর্তন করতে হবে। আপনি পছন্দসই বেছে নিতে পারেন এহেন বিভিন্ন এক্সটেনশনের জন্য ডিফল্ট অ্যাপ পরিবর্তন করার বিকল্প একই পেজে পাওয়া যাবে। আপনাকে শুধু এক্সটেনশন টাইপের নিচে ডিফল্ট ব্রাউজার অপশনে ক্লিক করতে হবে