শেষ আপডেট: 20th September 2022 14:15
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় দলে যে সময় ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) দারুণ ফর্মে ছিলেন, সেইসময় তাঁকে বাদ দেওয়া হয়। এবং দলে সুযোগ করে দেওয়া হয় ঋষভ পন্থকে (Rishabh Pant)। সেই ঘটনা প্রকাশ্যে আনলেন প্রাক্তন ফিল্ডিং কোচ এস শ্রীধর।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের সময় আচমকা দলে আনা হয় ঋষভকে। সেইসময় ঋদ্ধি ভাল ফর্মে ছিলেন। তিনি বরাবর বিরাট কোহলি ও রবি শাস্ত্রীর প্রিয় পাত্র ছিলেন। মনে করা হয়, রাহুল দ্রাবিড় কোচ হয়ে আসার পরেই ঋদ্ধির পিছনে হাঁটা শুরু। বাংলার উইকেটরক্ষকের কিপিং ভাল হলেও ব্যাটিং ভাল ঋষভের। সেটাই তাঁর পক্ষে গিয়েছে।
অ্যাথলেটিক্স ট্র্যাক ছেড়ে নাচের মঞ্চে ‘সমকামী’ দ্যুতি চাঁদ, মন মাতালেন মাধুরীদের
কোহলি, রোহিতদের প্রাক্তন ফিল্ডিং কোচ শ্রীধর এও বলেছেন, ২০২১ সালে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দল ৩৬ রানে অলআউট হয়ে যায়। কোহলি চোট পেয়ে ছিটকে যান, তারপর বাকি টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছিলেন রাহানে। ওইসময় অজিদের বিপক্ষে দলের কৌশল কী হবে, সেই নিয়ে আলোচনা করে দেখা যায়, দলে বাঁহাতি ব্যাটসম্যানের প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে দলে আসেন ঋষভ। কিন্তু সবদিক থেকে ভাল ফর্মে ছিলেন ঋদ্ধিই। সেই কথাই বলেছেন শ্রীধর।
কোহলি-শাস্ত্রী জমানা শেষ হতেই ঋষভকে পাকাপাকিভাবে দলে নিয়ে নেওয়া হয়েছিল। ইতি টানা হয়ে যায় ঋদ্ধির পারফরম্যান্সে। তারপর বাংলার কিপারের চোটও তাঁকে পিছিয়ে দিয়েছে। এটাও মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।