শেষ আপডেট: 27th December 2024 13:46
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে মূল 'মাস্টার মাইন্ড' হিসেবে বৃহস্পতিবারও ইডির বিশেষ আদালতে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সূত্রের খবর, নিজের দাবির পক্ষে আদালতে একাধিক তথ্যও দাখিল করেছে ইডি। তাতে দাবি করা হয়েছে, কালো টাকাকে সাদা করার জন্য পার্থ বিশেষ একটি কৌশল নিয়েছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পরিভাষায়, যা 'নিনজা টেকনিক'।
কীভাবে কালো টাকাকে সাদা করতেন পার্থ?
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, নিজের দুটি ভুয়ো সংস্থার মাধ্যমে নগদ টাকা দিয়ে একাধিক ফ্ল্যাট বুক করতেন। পরে কোনও কারণ দেখিয়ে সেই বুকিং ক্যানসেল করা হত। শিক্ষামন্ত্রীর মতো প্রভাবশালী ব্যক্তি হওয়ায় প্রোমোটাররাও এনিয়ে কোনও ঝামেলায় যেতেন না। তাঁরা বাধ্য হতেই অ্যাডভান্স টাকা অ্যাকাউন্টে ফেরৎ দিত। এভাবেই নিজের ভুয়ো দুটি সংস্থার মাধ্যমে পার্থ কালো টাকাকে সাদা করতেন বলে দাবি ইডির।
সূত্রের দাবি, এ ব্যাপারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে একাধিক তথ্য জানিয়েছেন স্বয়ং পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। বৃহস্পতিবার ইডির বিশেষ আদালতে শুরু হয়েছে নিয়োগ দুর্নীতি মামলার চার্জ গঠন প্রক্রিয়া। সেখানেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আদালতে একাধিক তথ্য দাখিল করা হয়েছে। তাতেই এই বিষয়গুলি উল্লেখ করা হয়েছে বলে খবর।
ইডির তরফে আদালতকে এও জানানো হয়, অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া নগদ ৫১ কোটি টাকা এবং প্রচুর সোনা, বিদেশি মুদ্রার মালিক পার্থ চট্টোপাধ্যায়ই। এও বলা হয়, পার্থর নির্দেশেই নাকি নিজের দুটি ফ্ল্যাটে অর্পিতা ওই বিপুল পরিমাণ টাকা রেখেছিলেন।