Date : 17th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
কয়েকমাসের ব্যবধানে আবার ডোমজুরের একটি কারখানায় আগুন লাগল, ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিনশক্তির স্বার্থেই রাশিয়ার পাশে ভারত, ন্যাটো প্রধানের হুঁশিয়ারিকে পাত্তাই দিল না নয়াদিল্লিভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি সই হতে পারে সামনের সপ্তাহেই! কম দামে মিলবে হুইস্কি, ওয়াইননিকোপার্কে যুবকের মৃত্যু: পরিবারের অভিযোগ গাফিলতির, ময়নাতদন্তে হৃদরোগে মৃত্যুর ইঙ্গিতকল্যাণী স্টেডিয়ামেই হবে ডার্বি, তবে পিছল দিনমিলিয়ে মিশিয়ে হাজারের উপর নামকরণ করে ফেলেছেন মমতা, এখনও তালিকা অফুরন্ত, জানালেন নিজেইগোপালগঞ্জ: পুলিশ রিপোর্টে আ-লিগ কর্মীদের মৃত্যুর কারণ লেখা নেই, সেনাকে আড়াল করাই লক্ষ্য?আইআইটি সমাবর্তনে 'কালা চশমা' মুহূর্ত, 'কুল' ছাত্র-প্রফেসরের রসায়ন ভাইরালউত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের করিডোরে ভবঘুরের দেহ খুবলে খেল কুকুরমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হবে এবারের ডুরান্ডের উদ্বোধন

আর কত স্বাধীনতা চাই আপনার? নাসিরুদ্দিন শাহকে আক্রমণ অনুপম খেরের

দ্য ওয়াল ব্যুরো: মানুষের চেয়ে গোহত্যাকে বেশি গুরুত্ব দিচ্ছে বিজেপি সরকার-এ কথা বলে আগেই বিতর্ক তৈরি করেছিলেন নাসিরুদ্দিন শাহ। এ বার তাঁকে পাল্টা আক্রমণ করলেন বলিউডের আর এক প্রবীণ অভিনেতা ও কট্টর বিজেপি সমর্থক অনুপম খের। "এই দেশে এত স্বাধীন

আর কত স্বাধীনতা চাই আপনার? নাসিরুদ্দিন শাহকে আক্রমণ অনুপম খেরের

শেষ আপডেট: 21 December 2018 13:00

দ্য ওয়াল ব্যুরো: মানুষের চেয়ে গোহত্যাকে বেশি গুরুত্ব দিচ্ছে বিজেপি সরকার-এ কথা বলে আগেই বিতর্ক তৈরি করেছিলেন নাসিরুদ্দিন শাহ। এ বার তাঁকে পাল্টা আক্রমণ করলেন বলিউডের আর এক প্রবীণ অভিনেতা ও কট্টর বিজেপি সমর্থক অনুপম খের। "এই দেশে এত স্বাধীনতা। সেনাবাহিনীকে যা খুশি তাই বলা যায়, জওয়ানদের পাথর ছোড়া যায, বায়ুসেনার প্রধানকে গালাগাল দেওয়া যায়। আপনার এর পরে আর কত স্বাধীনতা চাই? ওঁর যা মনে হয়েছে উনি তা বলেছেন। তার মানে এই নয় যে ওঁর কথাগুলো  সত্যি।" নাসিরুদ্দিনের প্রসঙ্গ টেনে সাংবাদিকদের এই সব বলেন অনুপম। গত ৩ ডিসেম্বর উত্তরপ্রদেশের বুলন্দশহরের সুবোধ কুমার সিং নামে এক পুলিশ অফিসারকে হত্যার ঘটনায় মানুষের চেয়ে গরুর মৃত্যুকে বিজেপি সরকার বেশি গুরুত্ব দিচ্ছে মন্তব্য করে বিতর্ক উস্কে দিয়েছিলেন নাসিরুদ্দিন। তিনি বলেছিলেন, তিনি তাঁর পরিবারে  নিরাপত্তা নিয়ে ভয় পাচ্ছেন।নাসিরুদ্দিন এ-ও বলেন, এই পরিস্থিতি সহজে বদলানোর সম্ভাবনা নেই। এই প্রসঙ্গেই অনুপমের আক্রমণ নাসিরুদ্দিনকে। নাসিরুদ্দিন শাহ এমনিতে ঠোঁটকাটা ও স্পষ্টভাষী বলে পরিচিত। অনুপমের সঙ্গে তাঁর খুব একটা সদ্ভাব যে নেই তা আগেও দেখা গেছে। ২০১৬ সালে কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে একটি প্রসঙ্গে দুজনের মতান্তর সামনে এসেছিল। অনুপম খের পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট চেয়ারম্যান হওয়ার পরে কেন তিনি অফিসে যান না,কিছুদিন আগে এই প্রশ্ন তুলেছিলেন নাসিরুদ্দিন। বুলন্দশহরের ঘটনার পর নাসিরুদ্দিনের মন্তব্যের পরে হিন্দুত্ববাদী সংগঠনগুলি নাসিরুদ্দিনকে বলে তাঁর এ দেশে না পোষালে তিনি অন্য দেশে চলে যান না কেন? বিজেপি নেতা মহেন্দ্রনাথ পাণ্ডের বক্তব্য, সরফরোশ নামে ছবিতে নাসিরুদ্দিন পাকিস্তানি এজেন্টের ভূমিকায় অভিনয় করেছিলেন। এখন তিনি সত্যিই পাক চরের মতো আচরণ করছেন। আর নবনির্মাণ সেনা নামে এক হিন্দুত্ববাদী সংগঠনের প্রধান অমিত জানি তো নাসিরুদ্দিনের জন্য করাচির বিমানের ওয়ান ওয়ে টিকিট বুক করে দেবেন বলেছিলেন। বাবা রামদেবের বক্তব্য, নাসিরুদ্দিনের মন্তব্য দেশের পক্ষে ক্ষতিকর। নাসিরুদ্দিনকে আশ্বাস দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভী শনিবার বলেন, নাসিরুদ্দিন শাহের পরিবারের নিরাপত্তা নিয়ে ভয় পাওয়ার কোনও দরকার নেই। কারণ, ভারতের ডিএনএ-তেই সহিষ্ণুতা লেখা রয়েছে।  

ভিডিও স্টোরি