শেষ আপডেট: 6th March 2025 15:17
দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো ভোটার (Ghost Voter) ধরার কাজ কতদূর এগোল তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার বাইপাসের ধারে তৃণমূল ভবনে শুরু হল তৃণমূলের কোর কমিটির বৈঠক (TMC Core Committee Meeting)।
গত ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সভা থেকে এ ব্যাপারে সুব্রত বক্সীকে কমিটির মাথায় রেখে ৩৬ জনের কমিটি গড়ে দিয়েছিলেন নেত্রী। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, ওই বৈঠকে এদিন উপস্থিত নেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের পাশাপাশি বৈঠকে দেখা যায়নি দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েনও। তবে ঠিক কী কারণে অভিষেক, ডেরেকরা এদিনের কোর কমিটির বৈঠকে অনুপস্থিত রয়েছেন তা স্পষ্ট নয়। ফলে বিষয়টি নিয়ে দলের অন্দরেই কৌতূহল তৈরি হয়েছে।
কোর কমিটির বাকি সদস্যদের পাশাপাশি বৈঠকে উপস্থিত রয়েছেন দলের জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যানরা। বীরভূমের জন্য অবশ্য অনুব্রত মণ্ডলের নেতৃত্বে পৃথক কোর কমিটি গড়ে দিয়েছিলেন মমতা। ওই কোর কমিটির সদস্যরাও উপস্থিত রয়েছেন বৈঠকে।
২৭ ফেব্রুয়ারি নেতাজি ইনডোরের বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারি ছিল, ভোটার লিস্ট খতিয়ে দেখার ক্ষেত্রে কোনও ধরনের গাফিলতি বা গড়িমসি বরদাস্ত করা হবে না। বিধানসভা ভিত্তিক বুথ ধরে ধরে ভোটার তালিকা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন নেত্রী। সেই কাজ কতদূর এগোল, কোথায় কোথায় কাজে আরও গতি আনতে হবে, কোন এলাকায় বেশি ভূতুড়ে ভোটারের প্রভাব-এদিনের বৈঠকে এসব নিয়েই মূলত পর্যালোচনায় বসেছেন নেতৃত্ব।
বাংলার একই এপিক নম্বরে বিহার, হরিয়ানা, উত্তরপ্রদেশের মতো ভিন রাজ্যের ভোটারদের নাম ঢুকিয়ে বিহার, মহারাষ্ট্রের মতো বাংলা দখলের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। এ কাজে বিজেপিকে স্বয়ং নির্বাচন কমিশন সহযোগিতা করছে বলেও অভিযোগ করেছিলেন নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, "দিল্লি, মহারাষ্ট্রের মতো বাংলার প্রতি বিধানসভার ভোটার লিস্টে ২০ থেকে ৩০ হাজার ভুয়ো নাম ঢোকানোর জন্য বাবুরা বাংলায় এসে বসে আছেন।"
সূত্রের খবর, এদিনের বৈঠক থেকে জেলা ভিত্তিক কাজ পরিচালনোর জন্য কোর কমিটির সদস্যদের এক বা একাধিক জেলার দায়িত্ব দেওয়া হতে পারে।
কারা রয়েছেন কোর কমিটিতে? সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, দেবাংশু ভট্টাচার্য, বীরবাহা হাঁসদা, সায়নী ঘোষ, পার্থ ভৌমিক, সব্যসাচী দত্ত, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুজিত বসু, মলয় ঘটক, ডেরেক ও’ব্রায়েন, উদয়ন গুহ, বিপ্লব মিত্র, মমতাবালা ঠাকুর, সুদীপ বন্দ্যোপাধ্যায়, নির্মলচন্দ্র রায়, সুমন কাঞ্জিলাল, অর্পিতা ঘোষ, সামিরুল ইসলাম, বাপি হালদার, পুলক রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায়, জগদীশ বর্মা বসুনিয়া, মোশারফ হোসেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, স্নেহাশিস চক্রবর্তী, তৃণাঙ্কুর ভট্টাচার্য, বেচারাম মান্না, মানস ভুঁইয়া।
এখন দেখার বৈঠক শেষে ভূতুড়ে ভোটার তালিকা নিয়ে কোর কমিটি নতুন কী পদক্ষেপ করে।