শেষ আপডেট: 13th March 2025 13:56
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতিতে (Recruitment Corruption Case) যুক্ত থাকার অভিযোগে আগেই আদালতের নির্দেশে চাকরি খুইয়েছিলেন তৃণমূলের শিক্ষক নেতা সিরাজুল ইসলাম। এহেন অভিযুক্তকেই জেলা শিক্ষা দফতরের বিশেষ পদে কীভাবে নিয়োগ করা হল, তা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
অবিলম্বে তৃণমূলের অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে এফআইআর রুজু করার নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু।
আদালত সূত্রের খবর, ২০১১ সালে সেকেন্ডারি এডুকেশনের নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায় সিরাজুল ইসলামের। সেই সময় কলকাতা হাইকোর্ট একটি কমিটি তৈরি করে দিয়েছিল। এবং সেই কমিটি জানাই সিরাজুল ইসলাম ওই দুর্নীতির সঙ্গে যুক্ত এবং দুর্নীতি করেই তিনি চাকরি পেয়েছেন। এর পরই কলকাতা হাইকোর্টের নির্দেশে তার চাকরি বাতিল করা হয়।
অভিযোগ, হাওড়া তৃণমূল শিক্ষা বন্ধু সেলের প্রভাবশালী এই নেতাকে এরপর বিশেষ পদে বসিয়েছিল রাজ্য। অভিযোগ, শিক্ষা দফতরের বিশেষ পদে বসেও বিস্তর দুর্নীতি করেন সিরাজুল। এ নিয়ে আদালতে জনস্বার্থ মামলাও দায়ের হয়। ওই মামলার সূত্র ধরেই এবার অভিযুক্ত নেতার বিরুদ্ধে এফআইআর রুজু করার নির্দেশ দিল আদালত।
একই সঙ্গে দুর্নীতির দায়ে চাকরি খোওয়ানো একজন নেতা কীভাবে সরকারের বিশেষ পদে নিযুক্ত হলেন, সেই প্রশ্নও তুলেছে আদালত।