শেষ আপডেট: 25th October 2024 15:01
দ্য ওয়াল ব্যুরো: দানার প্রভাবে সকাল থেকে লাগাতার বৃষ্টি হয়েই চলেছে জেলাগুলিতে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ৭ জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তিনি জলছাড়া নিয়ে ঝাড়খণ্ড সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এমনকী কেন্দ্রীয় সরকারকেও নিশানা করে মমতা বলেন, 'বন্যায় এক টাকাও ক্ষতিপূরণ দেওয়া হয় না বাংলাকে'। এমন অবস্থায় ব্যারেজগুলি পরিস্থিতি কেমন? জল কী ছাড়া হবে? ফের কী প্লাবিত হবে বাংলা? এই প্রশ্নই এখন ঘোরফেরা করছে রাজ্যবাসীর মনে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় আসানসোলে ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দুর্গাপুরে ২ মিলিমিটার, পাঞ্চেতে ৫ মিমি ,মাইথনে ০.৬০ মিলিমিটার, তেনুঘাটে ০.৬০ মিমি, গঙ্গাজলঘাটিতে ৫ মিমি, হরিণখোলায় ২০ মিমি বৃষ্টি হয়েছে। এলাকাগুড়িতে তেমন বৃষ্টিপাত না হওয়ায় পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকে জল ছাড়ার সম্ভবনা নেই। দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার আশঙ্কা নেই বলে জানা যাচ্ছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে ডায়মন্ড হারবারে ৬৭ মিলিমিটার, দিঘায় ৩৭ মিলিমিটার, হলদিয়ায় ৬৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ওড়িশার চাঁদবালি ১৪৫.৮ মিলিমিটার, ভুবনেশ্বর ২০.৪ মিলিমিটার, বালেশ্বর ৪৪.৮ মিলিমিটার, পারাদ্বীপ ৭৬.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
লাগাতার বৃষ্টিতে কলকাতা সহ জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে। বৃষ্টির জন্য মানুষ বাড়ি থেকে বেরোয়নি। শহর থেকে গ্রাম রাস্তাঘাটে তেমন ভিড় নেই।