শেষ আপডেট: 7th March 2025 20:54
দ্য ওয়াল ব্যুরো: ইলেকশন কমিশনের সহযোগিতায় ভোটার লিস্টে ( West Bengal voter list) কারচুপি করে দিল্লি, মহারাষ্ট্রের মতো বিজেপি বাংলা দখল করতে চাইছে বলে গত ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইনডোরের সভা থেকে অভিযোগ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভূতুড়ে ভোটার ধরতে ইতিমধ্যে রাজ্যের প্রতিটি বিধানসভায় বুথ ধরে ধরে কর্মীদের ভোটার লিস্ট খতিয়ে দেখার নির্দেশও পৌঁছেছে তৃণমূল ভবন থেকে।
পাল্টা হিসেবে তৃণমূলের বিরুদ্ধেই ভোটার লিস্টে কারচুপির অভিযোগে সরব হয়েছে পদ্ম শিবির। এবার নিজেদের অভিযোগের স্বপক্ষে সুনির্দিষ্ট তথ্য নিয়ে আগামী মঙ্গলবার দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে বিজেপি।
সূত্রের খবর, দলের রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার এবং রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যর নেতৃত্বে বঙ্গ বিজেপির এক প্রতিনিধি দল মঙ্গলবার নির্ূাচন কমিশনের মুখোমুখি হবেন।
ভোটার লিস্ট নিয়ে কী অভিযোগ বিজেপির? পদ্ম শিবিরের অভিযোগ, রাজ্যে মুসলিম অধ্যুষিত বিধানসভা কেন্দ্রগুলিতে সাম্প্রতিক অতীতে অস্বাভাবিক হারে ভোটারের সংখ্যা বেড়েছে। উলটো দিকে অবাঙালি অধ্যুষিত এলাকায় ভোটার বৃদ্ধির হার সব থেকে কম।
দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, "বাংলার ক্ষমতা দখলে রাখতে ভোটার লিস্টে বিস্তর কারচুপি করে বাংলাদেশি ভোটারদের নাম ঢোকাচ্ছে তৃণমূল। এ ব্যাপারে কমিশনের কাছে আমরা সুনির্দিষ্ট তথ্য তুলে ধরব।"
পদ্ম শিবিরের অভিযোগ, শেষ ৬ বছরে রাজ্যে গড় ভোটার বৃদ্ধির হার ৮.৬৯ শতাংশ। সেখানে ১৩৬টি বিধানসভা আসনে রাজ্যের গড়ের চেয়ে অস্বাভাবিক হারে ভোটার বৃদ্ধি হয়েছে। এর মধ্যে ৮২টি বিধানসভা মুসলিম অধ্যুষিত।
অন্যদিকে তৃণমূলের অভিযোগ, একই এপিক নম্বরে বাইরের ভোটারদের নাম ঢুকিয়ে দিল্লি, মহারাষ্ট্রের কায়দায় বাংলা দখল করতে চাইচে পদ্ম শিবির।