শেষ আপডেট: 5th November 2024 19:15
দ্য ওয়াল ব্যুরো: পদ থেকে সরানোর পরও স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাক্তন উপাচার্য সুহৃতা পালের ছবি কেন? প্রশ্ন তুলে প্রতিবাদে সরব হলেন জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস থেকে জুনিয়র চিকিৎসকদের একাংশ।
গোটা ঘটনায় সরকারের প্রশ্রয়ও দেখছেন তাঁরা। প্রতিবাদীদের প্রশ্ন, দুর্নীতি, স্বজনপোষণ থেকে থ্রেট কালচারের অভিযোগ থাকা সত্ত্বেও কেন ওয়েবসাইটে জ্বলজ্বল করছে তাঁর নাম। এ ব্যাপারে স্বাস্থ্য দফতরের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।
আরজি কর কাণ্ডে অভিযুক্ত অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সরানোর পর ওই পদে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুহৃতা পালকে বসিয়েছিল রাজ্য। তবে আরও অনেকের মতো প্রাক্তন উপাচার্য সুহৃতা পালের অপসারণের দাবিতে সরব হয়েছিলেন আন্দোলনকারীরা। চাপের মুখে সুহৃতাদেবীকে বারাসত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে স্থানান্তর করে রাজ্য। তবু এখনও স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সুহৃতা পালের ছবি জ্বলজ্বল করছে বলে অভিযোগ।
জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরসের এর তরফে উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, "স্বজনপোষণ, পাশ ফেল নিয়ে দুর্নীতি, বিনা টেন্ডারে কাজ করানো, এমনকী থ্রেট কালচারেও অভিযুক্ত ছিলেন সুহৃতা পাল। সরকারি প্রশ্রয় না থাকলে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তাঁর ছবি এখনও থাকে কী করে?"
সংগঠনের আর এক সদস্য অর্জুন দাশগুপ্ত বলেন, "সুহৃতাদেবী স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালীন হ্যাকোমেট নামে একটি অনুষ্ঠান করেন।আরটিআই করে আমরা জানতে পেরেছিলাম, নিজের এক ঘনিষ্ট আত্মীয়কে দিয়ে বেআইনিভাবে অনুষ্ঠানটি করেছিলেন। অথচ সরকারি ওয়েবসাইটে এখনও সেই বিতর্কিত অনুষ্ঠানের ছবি রয়েছে। অবশ্যই সরকারি মদত রয়েছে।"
প্রতিবাদে সরব হয়েছেন জুনিয়র চিকিৎসকরাও। জুনিয়র চিকিৎসক সৌম্যদীপ রায় বলেন, "এতে তো সরকার সম্পর্কে ভুল বার্তা যাচ্ছে। এটা হতাশাজনক। স্বাস্থ্যক্ষেত্রের এই অপরাধ বন্ধ করতে আমাদের যে আরও বেশি করে লড়াই করতে হবে, সেটা বুঝতে পারছি।"