শেষ আপডেট: 30th November 2023 17:20
দ্য ওয়াল ব্যুরো: শীর্ষ আদালতের নির্দেশের জেরে প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে বঞ্চিত হতে পারেন কয়েক হাজার পরীক্ষার্থী। আদালত সূত্রের খবর, এই সংখ্যাটা নেহাত কম নয়, নতুন নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ যেতে পারেন প্রায় চার হাজার পরীক্ষার্থী।
সম্প্রতি এক মামলার রায়ে শীর্ষ আদালত জানিয়েছে, ১৮ মাসের ডিএলএড প্রশিক্ষণরতরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। শীর্ষ আদালতের ওই নির্দেশ মেনে প্রাথমিক শিক্ষা পর্ষদকে সিদ্ধান্ত নিতে বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী ৪ জানুয়ারির মধ্যে এ ব্যাপারে পর্ষদকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
আদালত সূত্রের খবর, প্রশিক্ষণ না নিয়েই অনেকে স্কুলের শিক্ষকতার চাকরি পেয়েছিলেন। ২০১৭ সালে চাকরিরতদের জন্য ১৮ মাসের প্রশিক্ষণ কোর্স শুরু করে কেন্দ্রীয় সরকার।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুল (এনআইওএস)-এর মারফত 'ওপেন এন্ড ডিস্ট্যান্স লার্নিং' কোর্স করানো শুরু হয়। চাকরিরতদের জন্য হলেও বহু চাকরিপ্রার্থী সেখান থেকে ১৮ মাসের ডিএলএড কোর্স করেন। তাঁদের অনেকে আবার চাকরি জন্য আবেদনও করেছেন।
গত ২৮ নভেম্বর উত্তরাখণ্ডের একটি মামলায় সুপ্রিম কোর্ট রায়ে জানায়, নতুন কোনও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না ১৮ মাসের প্রশিক্ষণরতরা। শীর্ষ আদালতের ওই নির্দেশ মেনেই পর্ষদকে পদক্ষেপ নিতে বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
২০২২ সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় কয়েক হাজার চাকরিপ্রার্থী রয়েছেন যাঁরা ১৮ মাসের কোর্স করেছেন। আইনজীবীরা মনে করছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তাঁরা সুযোগ পাবেন না। এই সংখ্যাটা প্রায় চার হাজার!