শেষ আপডেট: 18th January 2025 11:34
দ্য ওয়াল ব্যুরো: ফের প্রশ্নের মুখে সরকারি স্বাস্থ্য কর্মীদের সুরক্ষা। এবার হাসপাতালের কোয়ার্টারে ঢুকে গ্রুপ ডির এক মহিলা কর্মীর গলায় ধারাল অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বর্ধমানের বুদবুদের মানকর গ্রামীণ হাসপাতালের ঘটনা।
শুক্রবার দুপুরের ওই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তদন্তে নামলেও পুলিশ এখনও অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুষ্কৃতীরা স্বাস্থ্য দফতরের ওই মহিলা কর্মীর পূর্ব পরিচিত। সম্ভবত, পুরনো কোনও আক্রোশ থেকেই তারা এই কাণ্ড ঘটিয়েছে। এর সঙ্গে হাসপাতালের কোনও সম্পর্ক নেই।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার ডিউটি সেরে নিজের কোয়ার্টারে ছিলেন ওই মহিলা কর্মী। আচমকা তাঁর চিৎকার শুনতে পান অন্যরা। গিয়ে দেখেন, দরজা হাট করে খোলা, মহিলার গলা দিয়ে রক্ত ঝরছে। মহিলা কর্মী জানান, দুই দুষ্কৃতী তাঁর বাড়িতে ঢুকে গলায় ধারাল অস্ত্রের কোপ বসিয়েছে।
কীভাবে দুষ্কৃতীরা ঘরের মধ্যে ঢুকল, দরজা আগে থেকেই খোলা ছিল, নাকি মহিলা নিজেই দরজা খুলে দিয়েছিলেন, এবিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।