শেষ আপডেট: 24th September 2023 10:43
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশ ভেঙে দেবভূমি নামে খ্যাত উত্তরাখণ্ড (Uttarakhand) পৃথক রাজ্য হয়েছে প্রায় আড়াই দশক হতে চলল। তারপরও রাজ্যের দুর্গম পাহাড়ি এলাকায় অনেক গ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ নেই। নেই এমনকী হাঁটার মতো পথও। তার উপর ধস, বন্যা, ভূমিকম্প তো লেগেই আছে।
তাতে কী! এত প্রতিকূলতা সত্ত্বেও লেখাপড়ায় খামতি নেই এই পাহাড়ি রাজ্যটিতে। বরং অন্য পাহাড়ি রাজ্যের তুলনায় উচ্চশিক্ষার হার খানিক ভাল। দিল্লির সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সংবাদমাধ্যমেও উত্তরাখণ্ডের মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। আর এর পিছনে আছে লেখাপড়ার প্রতি উত্তরাখণ্ডিদের প্রবল টান। কারণ, রাজ্যে চাকরি-কর্মসংস্থানের সুযোগ কম থাকায় পড়ালেখা করে অন্যত্র চাকরির সন্ধানে যেতে হয়। তাই পড়ালেখার প্রতি টান বরাবর বেশি।
রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানে উত্তরাখণ্ডের এই শিক্ষা প্রকল্পের প্রশংসা করেছেন। হিমস্থান সংস্থা নামে একটি প্রতিষ্ঠান এই প্রকল্প চালু করেছে। তারা বেছে নিয়েছে সেই সব গ্রামগুলিকে, যেখান থেকে পড়ুয়াদের নিয়মিত স্কুলে আসা সম্ভব হয় না। এমনকী স্কুল থেকে দেওয়া বিনা পয়সার সরকারি বই নিতেও অনেক সময় পড়ুয়া, অভিভাবকদের আসা কঠিন হয়ে পড়ে। কিন্তু ঘরে বসে পড়াশুনো চালিয়ে যেতে বইয়ের অভাব দূর হয়েছে ঘোড়া লাইব্রেরির সুবাদে।
হারিয়ে গিয়ে কেঁদে আকুল ৪ বছরের ছেলে, আসানসোল ট্রাফিক গার্ড মায়ের কোলে ফিরিয়ে দিল