শেষ আপডেট: 5th March 2025 14:18
দ্য ওয়াল ব্যুরো: হস্তশিল্প মেলায় ভয়াবহ আগুন। পুড়ে ছাই হয়ে গেল মেলার সব সামগ্রী। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে আসানসোলে।
ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। তবে কীভাবে আগুন তা স্পষ্ট নয়। অন্তর্ঘাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর এখনও জানা যায়নি। শর্ট সার্কিট থেকেই অগ্নি সংযোগের ঘটনা বলে প্রাথমিক তদন্তে মনে করছেন দমকলের কর্তারা।
গত ১ মার্চ থেকে রাজ্যের উদ্যোগে আসানসোলে শুরু হয়েছিল হস্তশিল্প মেলা। আগামী ১২ মার্চ পর্যন্ত মেলা চলার কথা ছিল। প্রতিদিন দুপুর একটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত মেলা চলার কথা। মেলায় জেলার বিভিন্ন হস্তশিল্পের স্টল রয়েছে।
এদিন বেলায় আচমকা সেখানে আগুন ধরে যায়। বাতাসে তীব্র গতি থাকায় মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চোখের নিমেষে আগুন দাবানলের আকার নিয়ে নেয়। এত বড় মেলায় অগ্নি নির্বাপণ ব্যবস্থা আদৌ ছিল কিনা, থাকলে সঙ্গে সঙ্গে সেগুনি কেন ব্যবহার করা হল না তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে এ ব্যাপারে এখনই প্রশাসনের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।