শেষ আপডেট: 1st February 2025 11:44
দ্য ওয়াল ব্যুরো: হুগলির জাঙ্গিপাড়ায় বাড়ির মধ্যে থেকে এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। ঘটনায় ওই মহিলার বোনপো ওবং তার এক বন্ধুকে আটক করেছে পুলিশ। খুনের কারণ এখনও স্পষ্ট নয়।
বোনপোর কথায় বিস্তর অসঙ্গতি থাকায় তাকে আটক করেছেন তদন্তকারীরা। সম্পত্তির লোভে খুন কিনা তদন্তে খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে হুগলির জাঙ্গিপাড়া থানার ফুরফুরা ফুলবাগান এলাকায়। মৃত মহিলার নাম আফসানা বেগম (৩৬)। তাঁর মাথা, মুখ ও গলা-সহ শরীরের একাধিক জায়গায় গভীর ক্ষত রয়েছে। যা থেকে পুলিশের অনুমান, মৃত্যু নিশ্চিত করতে একাধিকবার কোপানো হয়েছে।
প্রসঙ্গত, যে বোনপোর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, শুক্রবার দুপুরে সেই ফোন করে পুলিশকে মাসির রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার খবর জানান। খবর পেয়ে পুলিশ এসে রক্তাক্ত দেহ উদ্ধার করে।
এ বিষয়ে হুগলি গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় জানান, এক মহিলাকে খুন করার অভিযোগে দু'জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে ৷ তদন্তে সম্ভাব্য সবদিকই খতিয়ে দেখা হচ্ছে।
জানা যাচ্ছে, ওই মহিলা একটি কারখানায় কাজ করতেন। তাঁর পাঁচ ছেলে বাইরে রয়েছে। বোনপো তাঁর কাছেই থাকত।