বেড়ে চলেছে শিশুদের যৌন শোষণের মতো অপরাধ।
শেষ আপডেট: 3rd January 2025 10:11
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যজুড়ে বেড়ে চলা বহু অপরাধের মধ্যেই বেড়ে চলেছে শিশুদের যৌন শোষণের মতো অপরাধও। এই পরিস্থিতিতে চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ মেটেরিয়াল (CSAM) নিয়ন্ত্রণে এবার একটি বড় তদন্ত শুরু হল। পশ্চিমবঙ্গ সাইবার ক্রাইম উইং ও হুগলি গ্রামীণ পুলিশ একত্রে শুরু করেছে এই তদন্ত।
জানা গেছে, ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেন (NCMEC) থেকে একটি সাইবার টিপ আসে প্রথমে। তার পরেই খতিয়ে খবর নিয়ে বিস্তারিত তথ্য পায় পুলিশ। সেই তথ্য অনুযায়ী, হুগলির চণ্ডীতলা এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে।
পুলিশ সূত্রের খবর, ২৫ বছরের দুই যুবক সুদীপ চক্রবর্তী এবং শুভজিত মুর্মুকে গ্রেফতার করা হয়েছে এই মামলায়। তারা চাইল্ড পর্নোগ্রাফি সংক্রান্ত অপরাধে জড়িত ছিল বলে জানিয়েছেন তদন্তকারীরা।
তাদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৬৭এ/৬৭বি ধারা এবং পকসো আইনের ১৫ নম্বর ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের কাছ থেকে মোবাইল ফোন ও অন্যান্য নথি উদ্ধার করা হয়েছে, যেখানে এই অপরাধের প্রমাণ মেলে।
পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে, শিশুদের যৌন শোষণ বা অত্যাচারের যে কোনো ছবি বা ভিডিও তৈরি করা, শেয়ার করা, বিক্রি করা বা দেখা আইনত দণ্ডনীয় অপরাধ। যদি কেউ এমন কোনও ঘটনা দেখে, তাহলে দ্রুত কাছাকাছির পুলিশ স্টেশন বা সাইবার ক্রাইম উইংয়ের চাইল্ড প্রোটেকশন সেলে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। ইমেল করা যেতে পারে এই ঠিকানায়: wb-ccw@policewb.gov.in
রাজ্য পুলিশের এই পদক্ষেপ শিশু সুরক্ষায় একটি বড় দৃষ্টান্ত বলেই মনে করছেন অনেকে। অপরাধীদের গ্রেফতার করা হলে বার্তা যাবে, শিশুদের সুরক্ষার সঙ্গে কোনও আপস করা হবে না। পাশাপাশি, সাধারণ মানুষও সচেতন হবেন আরও বেশি, আটকানো যাবে অপরাধ।