Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ওমানে পরমাণু সংক্রান্ত বৈঠকের আগে ইজরায়েলের পাশে ট্রাম্প, ইরানকে কড়া বার্তানিউটাউনে পিয়ারলেসের নতুন প্রকল্প ‘ত্রয়ম’, এক ছাদের নীচে আবাসন, বাণিজ্যিক অফিস, শপিং সবকিছুপাকিস্তানের গুলিতে ভেঙে পড়েছিল গুজরাতের আর এক মুখ্যমন্ত্রীর বিমান, মৃত্যু হয়েছিল তাঁরও নতুন করে পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা! ইরানের প্রতিজ্ঞা, 'ইজরায়েলকে ঘুমোতে দেব না'ইউনুস-তারেক বৈঠকের সূত্রধর খলিলুর, বিএনপি যাঁর পদত্যাগ চেয়েছিল, আগের রাতে তৈরি যৌথ বিবৃতি হস্টেলে বিমান ভেঙে পড়ে ডাক্তারি পড়ুয়া সহ ১০ জনের মৃত্যু, আশঙ্কাজনক অনেকেইবিশ্বজুড়ে সব দূতাবাস বন্ধ করল ইজরায়েল! ইরান-সংঘাতের মাঝে মোদীকে ফোন নেতানিয়াহুর কোর্টের অর্ডারের জন্য বহু বেআইনি নির্মাণ ভাঙা যাচ্ছে না, জনতাকে জানাতে 'নয়া কৌশল' মেয়রেরকলকাতার এই শোরুমে পাওয়া যায় কাশ্মীরের ইউনিক সব শাড়িঅভিজিতের মুচমুচে চিকেন রোল, পুরোটাই ডিপ ফ্রায়েড
Hoogly Ferry Ghats Closed

রেমালের জন্য শিকল দিয়ে বাঁধা হচ্ছে ভেসেল, বন্ধ হুগলির ফেরিঘাট, খোলা হল কন্ট্রোল রুম

রেমাল আসার জানান দিচ্ছে হুগলিতেও। তাই বন্ধ করে দেওয়া হল হুগলির ফেরি পরিষেবা।

রেমালের জন্য শিকল দিয়ে বাঁধা হচ্ছে ভেসেল, বন্ধ হুগলির ফেরিঘাট, খোলা হল কন্ট্রোল রুম

বন্ধ করে দেওয়া হল হুগলির ফেরি পরিষেবা

শেষ আপডেট: 26 May 2024 14:38

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। ফুলে উঠছে নদীর জল। রেমাল আসার জানান দিচ্ছে হুগলিতেও। তাই বন্ধ করে দেওয়া হল হুগলির ফেরি পরিষেবা।  

হুগলির গুপ্তিপাড়া থেকে উত্তরপাড়া গঙ্গায় যতগুলি ফেরিঘাট রয়েছে, সেখানে এখন লোহার শিকল দিয়ে ভেসেলগুলিকে জেটিতে বেঁধে রাখার কাজ চলছে। ফেরিঘাটে পরিবহন দফতর আগেই লঞ্চ পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। তাই রবিবার উত্তরপাড়া-কোন্নগর ফেরিঘাটগুলিতে থরে থরে ভেসেল বাঁধা থাকতে দেখা যায়। 

ফেরিঘাটের কর্মীরা জানিয়েছেন, জোয়ারে গঙ্গার জল অনেকটাই ফুলে উঠেছে। সকাল থেকেই ঝোড়ো হাওয়া বইছে। রাতে বাংলাদেশে ল্যান্ড ফল করবে রেমাল। ঝড়ের গতিবেগও ভাল থাকবে। সেই সময়ে যাতে ভেসেল জলে ভেসে না যায়, তাই লোহার চেন, মোটা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে জেটির সঙ্গে। তবে সবকটি ভেসেলকে জেটিতে বাঁধা যাবে না। তাই সেগুলি জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘূর্ণিঝড়ের ফলে কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়ার পাশাপাশি হুগলিতেও লাল সতর্কতা জারি করা হয়েছে। জেলাশাসক দফতরে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। যেখান থেকে জেলার পরিস্থিতির উপর নজর রাখবেন জেলা প্রশাসনের কর্তারা।পুরসভাগুলিতেও খোলা হয়েছে কন্ট্রোল রুম।

হুগলি জেলাশাসক মুক্তা আর্য জানিয়েছেন, ঝড়ের সতর্কতায় সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। নদীপারে যাঁরা কাঁচা বাড়িতে থাকেন,  তাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ফ্লাড শেল্টারে। পানীয় জল, শুকনো খাবার মজুত রাখা হয়েছে। ঝড়ের আগে জেলার ফেরিঘাট গুলিকে বন্ধ রাখা হয়েছে।

বিপর্যয় মোকাবিলা দফতরকে প্রস্তুত রাখা হয়েছে।ঝড়ে গাছ বিদ্যুতের খুঁটি ভাঙলে তা সরাতে।বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা তাঁদের প্রস্তুতি সেরে নিচ্ছেন। দমকল বিদ্যুৎ দফতর থেকে শুরু করে স্বাস্থ্য দফতরের কর্মীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।

জেলা কৃষি দফতর ও উদ্যান পালন দফতর থেকে মাইক প্রচার করা হচ্ছে। চাষিদের ঝড়ের সময় মাঠে থাকতে নিষেধ করা হয়েছে। কলা, সব্জির পাশাপাশি আম লিচু ঝড়ে পরতে পারে তাই যতটা সম্ভব ফসল ঘরে তুলে ফেলতে বলা হচ্ছে। এসময় জেলায় তিল-বাদাম চাষ হয়। সেই জমিতে জল জমলে জল বের করার ব্যবস্থা করতে হবে বলেও প্রচার চলছে।

ওসি বিপর্যয় মোকাবেলা দফতর মাসুদুর রহমান বলেন, জেলার পাশাপাশি মহকুমা পুরসভা এবং ব্লকগুলোতেও কন্ট্রোল রুম খোলা হয়েছে।সেখান থেকে সব সময় আপডেট খবর আসবে।সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সমস্ত দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হবে। জেলা কন্ট্রোল রুমের ফোন নম্বর 03326812652 (Land Line), 8100106041 (Mobile)।


ভিডিও স্টোরি