শেষ আপডেট: 20th September 2023 13:44
দ্য ওয়াল ব্যুরো: শিল্প সফরে দেশের বাইরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক এই অবসরেই নবান্নে গিয়ে রাজ্যের স্বরাষ্ট্রসচিবের (Home Secretary) সঙ্গে দেখা করার সময় চেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
শুভেন্দুকে বুধবার বিকেলে একটি অনতিদীর্ঘ চিঠি দিয়েছেন স্বরাষ্ট্রসচিব। তাতে তিনি লিখেছেন, “আমি দুঃখিত, আপনার সঙ্গে দেখা করতে পারছি না। আগামী ২৩ সেপ্টেম্বর দুপুর ১১ টা থেকে ১টের মধ্যে আপনি নবান্নে এসে দেখা করতে পারেন।”
দুবাইতে ২২ সেপ্টেম্বর শিল্প সম্মেলন সেরে ২৩ সেপ্টেম্বর শনিবার দেশে ফিরছেন মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব। অর্থাৎ গোপালিকা তখনই শুভেন্দুকে সময় দিলেন যখন মুখ্যমন্ত্রী বা মুখ্যসচিব কলকাতায় থাকবেন।
শুভেন্দু বারবার দাবি করেন, সরকারের মধ্যে তাঁর ঘনিষ্ঠ আমলারা রয়েছেন। তাঁরা তাঁকে খবরও দেন বলে বিভিন্ন সময় দাবি করেন শুভেন্দু। অন্যদিকে সরকারের বিভিন্ন খবর কীভাবে বাইরে যাচ্ছে, তা নিয়ে বিভিন্ন সময় নবান্নের প্রশ্নের মুখে পড়তে হয় আমলাদেরও। এমন সন্দেহের বাতাবরণে গোপালিকা মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে দেখা করার ঝুঁকিই নিলেন না।
শুভেন্দু বলেন, “একদিকে ডেঙ্গু অন্যদিকে রাস্তার মারণফাঁদ। পুজোর আগে রাজ্যের এই দুটি জ্বলন্ত সমস্যা নিয়ে স্বরাষ্ট্রসচিবের সঙ্গে দেখা করতে চেয়ে বারেবারে চিঠি দিয়েছি। কিন্তু গত কয়েকদিনে উনি দেখা করেননি। রাজ্যের বিরোধী দলনেতার এই অবস্থা হলে অন্যান্য বিধায়কদের কী অবস্থা সেটা সহজে অনুমেয়।”
আরও পড়ুন: সিবিআই আদালতের সঙ্গে খেলছে, বিশল্যকরণী খুঁজে আনার হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের