বাংলার ঘরে ঘরে রথযাত্রার আগেই দিঘার জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) প্রসাদ পৌঁছে যাবে। ছোট্ট বাক্সে থাকবে মন্দিরের ছবি।
শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 6 June 2025 09:53
দ্য ওয়াল ব্যুরো: বাংলার ঘরে ঘরে রথযাত্রার আগেই দিঘার জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) প্রসাদ পৌঁছে যাবে। ছোট্ট বাক্সে থাকবে মন্দিরের ছবি। সঙ্গে রাজ্যের মানুষ পাবেন জগন্নাথদেবের প্রসাদ গজা ও পেঁড়া। ১৭ জুন থেকেই বাংলা জুড়ে এই প্রসাদ বিতরণ শুরু হয়ে যাচ্ছে। যা নিয়ে রাজনীতি দেখছেন বিরিধি দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর মতে হিন্দুদের ভাবাবেগে আঘাত করতেই এই প্যাকেট তৈরির নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
শুক্রবার সাংবাদিক বৈঠক করে শুভেন্দু বলেন, "জগন্নাথ মহাপ্রভুকে নিয়ে নানা রকমের রঙ্গ দেখা যাচ্ছে। হিন্দুদের ভাবাবেগে আঘাত হানতেই এই মিষ্টির প্যাকেট তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। এটা আসলে প্রসাদ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে নেবেন। যদি অরিজিনাল হিন্দু হয়ে থাকেন।"
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘার মন্দিরের দ্বারোদঘাটন করেই বলেছিলেন, মন্দিরের প্রসাদ বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। সেই মতোই প্রস্তুতি চলছিল। এ নিয়ে সংশ্লিষ্ট দফতরগুলোর সঙ্গে নবান্নে বৈঠকও করেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। সেই বৈঠকে কীভাবে প্রসাদ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
নবান্ন পরে জানায়, বৈঠকে ঠিক হয়েছে, আগামী ২৭ জুন রথযাত্রার আগে প্রসাদ বিতরণের কাজ শেষ করে ফেলতে হবে। এই সময়ের মধ্যে যদি কাজ শেষ না হয়, তবে উল্টোরথের আগে, ৪ জুলাইয়ের মধ্যে তা শেষ করতেই হবে।
খাদ্য দফতরের প্রকল্প 'দুয়ারে রেশন'-এর মাধ্যমেই এই বাক্সগুলি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। যাঁরা এই রেশন ব্যবস্থার মধ্যে নেই, তাঁদের বাড়িতে প্রসাদ পৌঁছে দিতে আলাদাভাবে বিতরণের পদ্ধতি আগে থেকেই বিডিওদের ঠিক করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বিরোধী দলনেতার বক্তব্য, এটা আসলে 'প্রসাদ রাজনীতি'।