শেষ আপডেট: 18th February 2025 20:18
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভ হয়ে গেছে।' তাঁর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন অখিল ভারতীয় সন্ত সমিতির (এবিএসএস) জাতীয় সাধারণ সম্পাদক স্বামী জিতেন্দ্রানন্দ সরস্বতী।
এদিন একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে স্বামী জিতেন্দ্রানন্দ সরস্বতী বলেন, "মহাকুম্ভকে কেন্দ্র করে হিন্দুরা জেগে উঠেছে। বাংলা, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা- সাবির্কভাবে পূর্ব ভারতের হিন্দুরা অমৃতস্নানের জন্য কুম্ভে আসছে। এতেই বাংলার মুখ্যমন্ত্রী অস্থির হয়ে উঠেছেন।"
এরপরই আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় যেন তৃণমূল পরাজিত হয়, সেজন্য ইশ্বরের কাছে প্রার্থনা করবেন জানিয়ে অখিল ভারতীয় সন্ত সমিতির জাতীয় সাধারণ সম্পাদক বলেন, "উনি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে অপমান করেছেন। আমি প্রার্থনা করব, হিন্দুরা যেভাবে জেগে উঠেছেন তাতে আগামী বিধানসভা নির্বাচনে বাংলা যেন তৃণঁমূলের মৃত্যুকুম্ভে পরিণত হয়।"
#WATCH | On West Bengal CM Mamata Banerjee's 'Mrityu Kumbh' remark for #MahaKumbh2025, National General Secretary Of Akhil Bhartiya Sant Samiti, Swami Jitendranand Saraswati says, "Akhil Bhartiya Sant Samiti condemns the statement of West Bengal CM Mamata Banerjee that Maha Kumbh… pic.twitter.com/0iNnPKGK4d
— ANI (@ANI) February 18, 2025
এদিন কেন্দ্রের সমালোচনা করতে গিয়ে কুম্ভমেলার প্রসঙ্গ টেনে এনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বলছে নাকি ৩০ জন মারা গিয়েছে? কত ? হাজার হাজার। পবিত্র জল এখন বিষাক্ত হয়ে গিয়েছে। মৃতদেহ নিয়ে যারা হাইপ তুলছেন আর কোটি কোটি টাকা কামাচ্ছেন তাদের আমি ঘৃণা করি।' এরপরই মুখ্যমন্ত্রী বলেন, 'মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভ হয়ে গেছে, প্ল্যানিং না করার জন্য এত মৃত্যু হয়েছে'।