শেষ আপডেট: 31st January 2022 04:23
দ্য ওয়াল ব্যুরো: রবিবার দেশে মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী (gandhi death anniversary) পালনের দিনই তাঁর ঘাতক (killer) নাথুরাম গডসে (godse) ও গান্ধী হত্যা মামলার বিচারে গডসের সহ অভিযুক্ত নারায়ণ আপ্তেকে শ্রদ্ধা জানাল হিন্দু মহাসভা (hindu mahasabha)। দিনটি তারা পালন করল গডসে-আপ্তে স্মৃতি দিবস হিসাবে। এমনকী ছত্তিশগড়ের রায়পুরে আয়োজিত ধর্ম সংসদে গান্ধীর বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করায় অভিযুক্ত ও গ্রেফতার ধর্মীয় নেতা কালীচরণ মহারাজ (kalicharan maharaj) ও মহাসভার আরও চার নেতাকে 'গডসে-আপ্তে ভারত রত্ন' (bharat ratna) সম্মানও দেওয়া হয়েছে! মহাত্মার ৭৪তম মৃত্যুবার্ষিকীতে মহাসভার বাসনা পরিষ্কার হয়েছে। তারা শপথ নিয়েছে ভারত, পাকিস্তানকে সংযুক্ত করে অখন্ড ভারত তৈরি করবে। সেজন্য ভারতমাতার আরতি করেছে। হিন্দু মহাসভার জাতীয় সহ সভাপতি জয়বীর ভরদ্বাজ জানিয়েছেন, ১৯৪৮ এর ৩০ জানুয়ারি গডসে, আপ্তের গ্রেফতারির প্রতিবাদ জানাতেই তারা গডসে আপতে স্মৃতি দিবস পালন করেছে। তিনি জানিয়েছেন, কালীচরণ মহারাজ জেলে থাকায় তাঁর হয়ে ভারতরত্ন সম্মান নিয়েছেন প্রমোদ লোহপাত্রে। মহাত্মাকেই ১৯৪৭ এ ভারত বিভাজনের জন্য দায়ী করে ভরদ্বাজের দাবি, সেজন্যই কয়েক লাখ হিন্দু খুন ও উত্খাত হয়েছিলেন। হিন্দু মহাসভার দেশ স্বাধীন হওয়ার সংগ্রামে বিরাট অবদান ছিল বলে দাবি করে তিনি বলেন, মানুষকে ভুল বুঝিয়ে এটা বিশ্বাস করানো উচিত নয় যে, ভারত চরকার জন্যই স্বাধীনতা পেয়েছিল। ধর্মগুরুরা ও স্বাধীনতার লড়াইয়ে যে সাত লক্ষ লোক প্রাণ হারিয়েছিলেন, তাঁদের অবদানের কথা কংগ্রেস, বিজেপি -কেউই দেশের মানুষকে জানায়নি বলেও অভিযোগ করেন ভরদ্বাজ। বলেন, মহাসভা এইসব বিপ্লবীকে শ্রদ্ধা জানায়। গত নভেম্বরেই হিন্দু মহাসভা হরিয়ানার আম্বালা থেকে মাটি এনে গডসের মূর্তি গড়বে বলে ঘোষণা করেছিল। আম্বালা সেন্ট্রাল জেলেই ১৯৪৯ এ ফাঁসি হয় গডসের। ২০১৭র নভেম্বরে গোয়ালিয়র জেলা প্রশাসন গডসের মূর্তি বাজেয়াপ্ত করে। হিন্দু মহাসভা তাদের দপ্তরে ওই মূর্তি বসিয়ে গডসের নামে মন্দির তৈরির চেষ্টা করেছিল। তবে কালীচরণ মহারাজকে ভারতরত্ন সম্মান দেওয়ার ব্যাপারে মধ্যপ্রদেশ বিজেপির শীর্ষ নেতা ভিডি শর্মা বলেন, ভারতরত্ন সম্মান দেয় কেন্দ্রের সরকার। তার একটা প্রক্রিয়া আছে। যাকে, তাকে এই সম্মান দেওয়া যায় না।