শেষ আপডেট: 13th September 2023 12:01
দ্য ওয়াল ব্যুরো: তাঁর স্ত্রী নাকি সরকারের তরফে ১০ কোটি টাকা ভর্তুকি পেয়েছেন (Rs 10 crore govt subsidy)! আর তাঁকে এই বিপুল টাকা পাইয়ে দিতে সাহায্য করেছেন স্বামী তথা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sharma)। কংগ্রেসের তরফে এমনটাই অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ উড়িয়ে দিলেন অসমের মুখ্যমন্ত্রী। হিমন্ত সাফ জানালেন, সরকারের তরফে তাঁর স্ত্রী, কিংবা তাঁর সংস্থা, কেউ কোনও ভর্তুকি পাননি।
কংগ্রেসের এই তোপের মুখে সাফাই দিয়েছেন হিমন্ত। তিনি জানিয়েছেন, 'আমি স্পষ্ট করে দিতে চাই যে আমার স্ত্রী বা তিনি যে কোম্পানির সঙ্গে যুক্ত, তারা কেউই ভারত সরকারের কাছ থেকে কোনও আর্থিক ভর্তুকি পাননি।'
কংগ্রেসের তরফে এই দাবির সপক্ষে নথি পেশ করে গগৈ লেখেন, 'যদি ওয়েবসাইট হ্যাক হয়ে গিয়ে থাকে, তাহলে মুখ্যমন্ত্রীর উচিত কেন্দ্রকে তা জানানো। খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের ওয়েবসাইটে স্পষ্টভাবে ওই ব্যক্তির নাম এবং তিনি যে কোম্পানির সঙ্গে যুক্ত তা দেখা যায়। স্পষ্ট দেখা যাচ্ছে, ১০ কোটি টাকার সরকারি অনুদানও অনুমোদিত হয়েছে।'
তিনি আরও লিখেছেন, 'মাননীয় মুখ্যমন্ত্রীর সুবিধার্থে আমি খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের ওয়েবসাইটের লিঙ্কটি সংযুক্ত করছি। এখানে কোম্পানি এবং প্রোমোটারদের তালিকা রয়েছে, যাঁরা যাঁরা ১০ কোটি টাকা সরকারি ভর্তুকি পেয়েছে। অনুগ্রহ করে তালিকার ১০ নম্বর নামটি দেখুন।' নথিতে দেখা যাচ্ছে, হিমন্তের স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মার (Riniki Bhuyan Sharma) প্রাইড ইস্ট এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডকে এপিসি স্কিমের অধীনে একটি কৃষি প্রক্রিয়াকরণ ক্লাস্টার প্রকল্প হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে।
যদিও ওয়েবসাইট হ্যাক হওয়ার ব্যাপারে মুখ খোলেননি হিমন্ত।
আরও পড়ুন: স্কুলের লাইসেন্স নেই, ৩০০ পড়ুয়ার ভবিষ্যৎ অন্ধকার, তারা কি পথে নামবে: বিচারপতি