শেষ আপডেট: 19th June 2023 08:32
দ্য ওয়াল ব্যুরো: তিনি অসমের মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়। তাঁকে অনেকে ‘উত্তর-পূর্বের অমিত শাহ’ও বলেন। এসবের পরেও হিমন্ত বিশ্বশর্মা একজন বাবা। ফলে মেয়ের সাংবাদিক হওয়ার আনন্দ তিনি ভাগ করে নিলেন টুইটারে। সেইসঙ্গে ভিডিও লিঙ্ক দিয়ে দেখালেন, তাঁর মেয়ে কেমন গ্রাউন্ড জিরো থেকে রিপোর্টিং করছেন।
হিমন্তর মেয়ে সুকন্যা। সাংবাদিকতা নিয়ে পাশ করার পর রিপাবলিক টিভিতে ইন্টার্নশিপ করেন। তাঁর সেই একমাসের ইন্টার্নশিপ শেষ হয়েছে। ওই চ্যানেলেরই একটি বিশেষ বুলেটিন টুইট করেছেন হিমন্ত। তাতে দেখা যাচ্ছে, দিল্লি এনসিআর-এ যমুনার দূষণ নিয়ে রিপোর্ট করছেন সুকন্যা।
ফেনায় ভরে গিয়েছে যমুনা। সাংঘাতিক দূষণ গ্রাস করেছে একদা দেশের সবচেয়ে পরিচ্ছন্ন নদীকে। শুধু জল নয়। নদীর পারও ততোধিক নোংরা। আবর্জনার স্তূপ হয়ে পড়ে রয়েছে। হিমন্ত-কন্যা দেখিয়েছেন, নদীর পারে মদের বোতলও পড়ে রয়েছে। একটা সময়ে পূর্ণিমায় যমুনার জলে তাজমহলের প্রতিবিম্ব দেখার জন্য পর্যটকদের হিড়িক লেগে থাকত। কিন্তু দূষণের কারণে তাজমহলের শ্বেতপাথরেও যেমন কালচে ছোপ পড়েছে তেমনই অযত্নে যমুনা প্রায় জাহান্নামে গিয়েছে।
হিমন্ত টুইট করে লিখেছেন, ‘আমার মেয়ে সুকন্যা রিপাবলিক টিভিতে এক মাসের ইন্টার্নশিপ সম্পন্ন করেছে। এই হল ওর যমুনা নিয়ে রিপোর্টিং।’
এমনিতে রাজনীতিকদের ছেলেমেয়ে বা আত্মীয়দের সাংবাদিকতায় আসা দেশে নতুন নয়। বিজেপি নেতা সুব্রহ্মন্যম স্বামীর মেয়ে সুহাসিনী হায়দার জাতীয় স্তরে সাংবাদিকতা করেন দীর্ঘদিন ধরে। বাংলায় প্রয়াত সিপিএম নেতা শ্যামল চক্রবর্তীর মেয়ে ঊষসী চক্রবর্তী দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। তারপর অভিনয়েই মনোসংযোগ করেন তিনি। বেহালার প্রাক্তন সিপিএম বিধায়ক কুমকুম চক্রবর্তীর মেয়ে সময়িতা চক্রবর্তীও একটি তাবড় ইংরাজি দৈনিকের বড় নাম। প্রয়াত সিপিএম নেতা তথা গণশক্তি পত্রিকার সম্পাদক অভীক দত্তের ছেলে অভিজ্ঞান দত্তও এখন একটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক। হিমন্তর পাশের রাজ্য ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ছেলেও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছেন। এবার সুকন্যাও এলেন সাংবাদিকতায়।
দেবস্থানে দুর্নীতি, ‘কেদারনাথ মন্দিরের দেওয়ালে সোনার বদলে পিতলের পাত’