শেষ আপডেট: 10th July 2023 08:32
দ্য ওয়াল ব্যুরো: বাঙালির স্বপ্নের ভ্রমণস্থল হিমাচল প্রদেশ। সবুজ উপত্যকায় দাঁড়িয়ে সাদা বরফে মোড়া শৃঙ্গরাজি দেখার আকাঙ্ক্ষায় প্রতি বছরই কত মানুষই না ছুটে যান সেখানে। বাঙালিরা তো বটেই, সারা দেশ থেকেই যান পর্যটকরা। শুধুই কি পাহাড়। সেখানকার পথঘাট, গাছপালা, মানুষজন-- সবই যেন সৌন্দর্যের পসরা সাজিয়ে রেখেছে। এক এক ঋতুতে তার এক এক রূপ, রস, গন্ধ, স্পর্শ!
বান ডেকেছে বিয়াসে, মানালিতে তাণ্ডব! পর্যটকদের প্রিয় শহর যেন তাসের ঘর, দেখুন ভিডিও
সেই হিমাচলেই তাণ্ডব (Himachal Pradesh Flood) চলছে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে। প্রকৃতির রোষে কার্যত ছিন্নভিন্ন রাজ্যের নানা প্রান্ত। কোথাও রাস্তা ধুয়ে যাচ্ছে হড়পা বানে, কোথাও হোটেল, বাড়ি, দোকান, স্কুল হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে তাসের ঘরের মতো। কোথাও বা এমন ধস নামছে, কান ঘেঁষে বাঁচছে গাড়িঘোড়া, মানুষ।
হিমাচল ভ্রমণে শিমলা যাননি এমন পর্যটক বিরল, স্বপ্নের সেই শহরে এভাবে ভাঙছে ঘরবাড়ি! দেখুন ভিডিও
হিমাচলে বেড়াতে গেছেন আর কুলু (Kullu Busstand) যাননি, এমন মানুষ কমই আছেন। প্রাণ ভরে সস্তায় আপেল কেনা আর গরম পোশাক কেনার পীঠস্থান বলা যেতে পারে কুলুকে। আছে আরও নানা দ্রষ্টব্য স্থান। সেই কুলু বাসস্ট্যান্ডেরই অবস্থা দেখে হাঁ হয়ে গেছেন সকলে। চোখে জল আসছে রীতিমতো।
এর মধ্যেই গত ৩৬ ঘণ্টায় রাজ্যে ১৪টি ধস নেমেছে। ১৩টি হড়পা বানের খবর পাওয়া গেছে। এর জেরে বিপর্যস্ত হিমাচল প্রদেশের জনজীবন। আটকে পড়েছেন বহু পর্যটক। ধসে কুলু-মানালি হাইওয়ে বন্ধ। সাতশোর বেশি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এখনও অবধি ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজ্যের অন্তত সাতটি জেলায় লাল সতর্কতা জারি হয়েছে।
হিমাচলে ভয়াবহ অবস্থা, ১৩টি হড়পা বানে মৃত ৯, প্রবল ভূমিধসে সাতটি জেলায় জারি লাল সতর্কতা