ট্রলারগুলিতে রয়েছে ৩০ থেকে ৫০ টন ইলিশ (Ilish), যার একেকটির ওজন ৮০০ গ্রাম থেকে প্রায় এক কেজি পর্যন্ত। বেশ কিছুদিন অপেক্ষার পর এবার মোটা ইলিশে ভরে উঠেছে জাল। ফলে উৎসাহ ছড়িয়েছে জেলেদের মধ্যে।
ফাইল চিত্র- ইলিশ
শেষ আপডেট: 17 June 2025 07:37
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার নামখানা (Namkhana) বন্দরে ভিড়তে শুরু করেছে একের পর এক মাছভর্তি ট্রলার। গভীর সমুদ্র থেকে ফিরেছে বহু মৎস্যজীবীর ট্রলার, আর সেগুলিতে উঠেছে বাঙালির প্রিয় রুপোলি শস্য- ইলিশ (Hilsa)।
ট্রলারগুলিতে রয়েছে ৩০ থেকে ৫০ টন ইলিশ (Ilish), যার একেকটির ওজন ৮০০ গ্রাম থেকে প্রায় এক কেজি পর্যন্ত। বেশ কিছুদিন অপেক্ষার পর এবার মোটা ইলিশে ভরে উঠেছে জাল। ফলে উৎসাহ ছড়িয়েছে জেলেদের মধ্যে। আজ থেকেই এই রুপোলি ইলিশ বাজারে বিক্রি শুরু হবে বলে জানা গেছে। পাইকারি বাজার ছাড়াও খোলা বাজারে মিলবে এই মাছ। ফলে খুব শীঘ্রই বাঙালির পাতেও ফিরবে প্রিয় ইলিশের স্বাদ।
মৎস্যজীবীরা জানান, আবহাওয়া ও সাগরের পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী দিনেও আরও বেশি পরিমাণে ইলিশ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে। আর তাতে বাজারেও ইলিশের জোগান স্বাভাবিক হবে বলে আশা।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে পাওয়া খবর অনুযায়ী, ১৪ তারিখ মধ্যরাতে যে ট্রলারগুলো বেরিয়েছিল তাঁরা মাত্র একদিনেই এক থেকে দু টন ইলিশ পেয়েছেন। যে ট্রলার ফিরেছে তাতে প্রায় ২৫ থেকে ৩০ টন ইলিশ আছে। আবহাওয়া অনুকূল থাকলে এই মাসে আরও ইলিশ আসার সম্ভাবনা রয়েছে। বাজারে ইলিশ পাওয়া যাবে। তবে এই মুহূর্তে দাম একটু বেশিই থাকবে। ৬০০-৭০০ গ্রামের মাছ এসেছে, পাইকারি বাজারে এর দাম হবে মোটামুটি ৭০০ টাকা, ওজন যত বাড়বে দামও বাড়তে থাকবে। তবে আরও ইলিশের জোগান বাড়লে মধ্যবিত্তের নাগালে আসবে বলেই মনে করা হচ্ছে।
আষাঢ় মাসের প্রথম দিনেই দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে ২৫টি ট্রলার ফিরেছে। যার মধ্যে ছিল ২৫ টন ইলিশ। এক মৎস্যজীবী জানিয়েছেন, 'যদি এমন আবহাওয়া থাকে, তাহলে আগামী কয়েকদিনের মধ্যেই বাজারে আরও ইলিশ থাকবে।'