শেষ আপডেট: 18th October 2024 23:06
দ্য ওয়াল ব্যুরো: ইলিশ বলে কথা! চোখের সামনে বাংলাদেশের রূপোলী শস্যকে পদ্মার জলে ছটফট করতে দেখলে কার না কাছে টেনে নিতে ইচ্ছে হয়!
আর সেই ইলিশেরই টানে ১৪ অক্টোবর ৩১ জনের পর ১৮ অক্টোবর বাংলাদেশের নৌ সেনার হাতে গ্রেফতার হলেন আরও ৪৮ জন ভারতীয় মৎস্যজীবী।
জানা যাচ্ছে, গভীর সাগরে মাছ ধরতে ধরতে সীমানা লঙ্ঘন করে ভারতের তিনটি ফিশিং ট্রলার বৃহস্পতিবার ঢুকে পড়ে খুলনার মোংলা বন্দরের ফেয়ারওয়ে সংলগ্ন এলাকায়।
এদিকে পদ্মায় এখন ইলিশ ধরা নিষিদ্ধ। বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড নিয়মিত প্যাট্রোলিং করছে। জাহাজের রাডারে সন্দেহজনক ফিশিং ট্রলারের উপস্থিতি পান বাংলাদেশের নৌ সেনা কর্তারা। এরপরই চারিদিক থেকে ঘিরে ফেলা হয় ভারতের তিনটি ট্রলার। গ্রেফতার করা হয় ৪৮ জন মৎস্যজীবীকে।
ঘটনার জেরে উদ্বেগে সংশ্লিষ্ট মৎস্যজীবীদের পরিজন থেকে অন্যান্য মৎস্যজীবীরা। কারণ, এখন বাংলাদেশের পরিস্থিত ভালো নয়। গণ অভ্যুত্থানে হাসিনা সরকার পড়ে যাওয়া পরে ইউনুসের অন্তর্বতী সরকার দেশ চালাচ্ছে। সেখানে আইন শৃঙ্খলা এখন তলানিতে। ফলে দু'দফায় আটক হওয়া ৭৯ জন মৎস্যজীবীকে কীভাবে ফিরিয়ে নিয়ে আসবে এই দেশের প্রশাসন, সেই প্রশ্নই এখন তাদের মনে ঘোরাফেরা করছে।